প্রশ্ন

  প্রতাপ : অনলাইন-৩২ 

          । আকাশ ধর ।

সূর্য উঠলেও চারিদিকে ঘোড় অন্ধকার।

বলতে পারিস বিধি পৃথিবীটা কার।।


কার চোখেতে জল জমেছে,

খরা হৃদয়ে।

কার চুল হল এলোমেলো,

গোলাপ লাগিয়ে।।

মালির দোষে খোঁপা নষ্ট,

পন্ড হল বিয়ে।

পাঁচ সাত বার সেজে ফেললাম,

এই বারের টা নিয়ে।।

বামুনের দোষে ভাঙলো বিয়ে,

বর পেলাম না আর।

বলতে পারিস বিধি পৃথিবীটা কার।।


মুখে ভাতে পায়েস দিলাম,

মুখ মিষ্টি করতে।

ছেলে যে কেন পারে না আর,

মদ গাঁজা টা ছাড়তে।।

ক্যান্সার হল সারতেই হবে,

ফিস দিলাম যে ডাক্তারকে।

সোজা কথায় ঘি না উঠলে,

আঙ্গুল জানি বাঁকাতে।।

পুঁটি মাছে বোয়াল খেলো,

জলে মাছ নেই আর।

বলতে পারিস বিধি পৃথিবীটা কার।।


হাদা বাবু খাদ্যরসিক,  

বসেছেন আজ খেতে।

খাবারে তার চুল পরেছে,

দেখলেন স্বপনেতে।।

নাপিত করল খাওয়া পন্ড,

স্বপ্ন ভঙ্গ, 

দেখি কত চমৎকার।

বলতে পারিস বিধি পৃথিবীটা কার।।


গলতে পারে ননীর পুতুল,

হাঁটতে হোঁচট খেলে।

আমিও করতাম সেই কর্মটা,

বীরের সন্মান পেলে।।

গনিমতের মাল এভেইলেবল,

কিচ্ছু হয় না একটু খেলে।

সন্ধ্যা হলে ঘুমিয়ে পরিস,

মা, মাসি, পিসির আঁচল তলে।।

বেলা হলেও ঘুম ভাঙ্গে না,

ভোরের মোরগ ডাকে না আর।

বলতে পারিস বিধি পৃথিবীটা কার।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...