সানি ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সানি ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

সানী ভট্টাচার্য -র দুটি কবিতা

।।'প্রতাপ' পূজা সংখ্যা - ১৪২৫।।

অজানা স্মৃতি

তোমার স্মৃতি অজানা হয়ে
শুধু চোখের সামনে ভাসে।

ভাবনাগুলো আকাশের মেঘ থেকে
বৃষ্টিতে রুপান্তরিত হয়ে
কিছু বলতে চায় আমায়।

এক অজানা মুখ হয়ে তোমার ছবি
আজও এলবামেতে
পরে আছে।

শহরের ভিড় তোমার-আমার ভাবনা থেকে
আজ অনেকদূরে ।

আর হাসেনা শ্যামলীদের
পুকুরপাড়,  আমাদের কথা ভেবে!
গাছপালাও আজ আছে নীরবে।

হয়ত তোমার জানা নেই
কলম দিয়ে তোমার নাম লেখার
সেই অভ্যাসটা
আর নেই।

...

ভালবাসা ২৪ ঘন্টা

শুপ্রভাত,
আজ রবিবার, ছুটির দিন
হালকা মনে, ভালবাসার সাথে
চায়ে  চুমুক দিন।

   রেডিওর পাশে বসে
   দুপুরের খাবার সাথে
   রবীন্দ্র সংগীত শুনুন।

বিকেলে হাঁটতে গিয়ে
       কিংবা
বেলকনিতে বসে অতীতের
ভাবনাগুলো মনে করুন।

                 এবং

রাতের খাবার পরে -----
কারো
অনুমতি ছাড়াই,
কিশোরদার কোনো
রোমান্টিক গান শুনে
স্বপ্নে হারিয়ে যান।

             শুভেচ্ছা  রইল
         সকাল থেকে স্বপ্ন
                অবধি।

              ইতি------
" ভালবাসা চব্বিশ ঘন্টা "

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...