![]() |
প্রণীতা দাস |
বসন্তকাল
। প্রণীতা দাস ।
বসন্ত কাল এলে
সঙ্গীতের কলতান
সহসা কানে বাজে,
উদাসী কুকিলের সুরে
মন যে ভরে উঠে
![]() |
দোলনচাঁপা দাসপাল |
। দোলনচাঁপা দাসপাল ।
নিশ্চিত জানি, তুমি বাড়িতে নেই
তবুও দরজায় কড়া নাড়ি
ভাবি, স্মিত হেসে দরজা খুলে বলবে-
"এসো তোমার জন্যই অপেক্ষায় আছি আজ
বহু কাল ...."
![]() |
পিঙ্কু চন্দ |
জেগে থাকে নদী ও তারা।
। পিঙ্কু চন্দ ।
মনের ভেতর কেবল তুমি
বুকের ভেতর তোমার আকাশ
দূরে কোথাও বাজছে সানাই
চাঁদের মুখে তোমার প্রকাশ
![]() |
জয়ন্তী দত্ত |
জীবন মানে একটা মানুষের ছোট বড় জীবন স্মৃতির ইতিহাস কথা
জীবন একটা সমুদ্র সম, কারো কাছে থমকে যাওয়া হৃদয়ের ব্যথা।
কেহ কেহ সুদীর্ঘ জীবন পথ অতিক্রম করে বেয়ে যায় অনেক দূর
আর কারো জীবনের সাধ পূর্ণ হবার আগেই স্তব্ধ তায় বেদনা বিধূর।
![]() |
রিপন দাস |
। রিপন দাস ।
তুমি আমি দুইজনে
চোখে চোখে হল কথা,
হাঁটতে লাগলাম একা মনে
কিভাবে হবে দেখা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন