![]() |
সুচরিতা দাস |
। সুচরিতা দাস ।
আজকাল অসুরদের মুখ
ঠিক যেন মানুষের অবয়ব,
নেতিবাচক চিন্তা তাদের
কালো ধোঁয়া হয়ে ছড়িয়ে পড়ছে সর্বত্র।
![]() |
দেবালয় ভাওয়াল |
আমার প্রথম ভালোবাসা
। দেবালয় ভাওয়াল ।
বাংলা আমার মাতৃভাষা
আমার প্রথম ভালোবাসা,
সংস্কৃত হলো দীদা আমার,
আর হিন্দী আমার মাসী,
![]() |
শেলী দাস চৌধুরী |
মায়া
(১)
পান্থ তুমি কোথা যাও
অযথা মায়া ছড়াও
পথে পথে, পথের ঘ্রাণ
পথের নিশ্বাস, প্রাণ
![]() |
গোপালচন্দ্র দাস |
। গোপালচন্দ্র দাস ।
হাতের তালুতে সমুদ্র তুলে দিলে। শেকড়ভাই এ কেমন ছল
পিপাসায় বুক ফাঁটে। মুখে নিতে পারিনি এক ফোঁটা জল।
গোল হয়ে ধামাইল নৃত্যে। মেতে আছে যারা
তারা সূর্য-সবুজ সমুদ্রের কথা বলে। তাদের আবার ডিমেনশিয়া।
পুরুষের দান
। জয়ন্তী দত্ত ।
পুরুষ তুমি দুঃখ পেয়োনা নারীর জয়গান শুনে
পুরুষ ছাড়া নারী আর নারী ছাড়া পুরুষ হয় না একথা রেখো মনে।
ঈশ্বরের সৃষ্ট জীবন, প্রকৃতি ও পুরুষ অভিন্ন সত্বা
কবি নজরুল বলে গেছেন, নর ও নারীর অভিন্নতার কথা।