ভানু ভূষণ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভানু ভূষণ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

মৃত্যু



।। ভানু ভূষণ দাস ।।


মৃত্যু! মৃত্যুটা কেমন হবে?

        ভীষ্মের মৃত্যু, দধীচির মৃত্যু

        না সক্রেটিসের মৃত্যু

            আরো কত আছে

        মার্টিন লুথার, চে গোয়েভরা

        ইন্দিরা গান্ধী ওরাও মরেছিল

        কি পেলো?

        ওদের মতো চাইনা।

চোখে ভাসে ৩০ অক্টোবরের ভাঙ্গাগড়

        গুজরাটের গোধরা কি দুর্বিষহ

        রক্তের দাগ কালশিটে

        কান্নার নমকিন ভাষা - হাহাকার

        চিতার পাশে বিনিদ্র।

আরো অনেক দেখেছি; নীলোৎপল অভিজিত

কি দোষ করেছিল, এত শত হলো

        ক্ষান্ত, শান্ত হয়েছে কি?

তবুত চলছে পায়ে পায়ে

সীমানা পেরিয়ে জীহাদের ঘাটে।


এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...