এডমিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এডমিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৫ মে, ২০১৮

উদ্দেশ্য ও নীতি

প্রতাপ - সমাজ ও সাহিত্যের প্রতিভাস
উদ্দেশ্য ও নীতি :
'প্রতাপ' বরাক উপত্যকার সাহিত্যের আঙিনায় নতুন প্রতিভাকে ডেকে আনার অন্যতম সক্রিয় ছোটকাগজ। এখানে “সমাজ ও সাহিত্যের প্রতিভাস” কথাটি জুড়ে আছে, যা এই ছোটকাগজের অনন্যতার চিহ্ন বহন করে।
তবে প্রতাপ শুধুমাত্র একটি ছোটকাগজ মাত্র নয়, একই সঙ্গে এটি সামাজিক দায়বদ্ধতা পালনের একটি অঙ্গীকারপত্রও। বরাক উপত্যকার প্রান্তিক জনগোষ্ঠী কৈবর্ত সমাজের তরুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করতে বরাকের কৈবর্ত সমাজ অধ্যুষিত অঞ্চলগুলিতে প্রতিবারই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে প্রতাপ।
আন্তর্জালে বাংলা ভাষার চর্চা ও প্রসারের দায়বদ্ধতা নিয়ে এই ব্লগের আত্মপ্রকাশ। তাছাড়া প্রতাপে প্রকাশিত লেখাগুলি আন্তর্জালের পাঠকের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের লেখকদের আন্তর্জালে বাংলা ভাষার চর্চায় বাংলা লিপি বা হরফের ব্যবহারে  উৎসাহিত করাও আমাদের উদ্দেশ্য।
বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই, এই ব্লগে বাংলা হরফের ব্যবহার বাধ্যতামূলক, রোমান বা অন্য হরফে পোস্ট, মন্তব্য ইত্যাদি নিষিদ্ধ। এখানে শুধুই ইউনিকোড মানক পদ্ধতি ব্যবহার করে লেখা পড়া কিংবা বার্তালাপ করা হয়।
নিজের মন্তব্যটি পোস্টদাতা করবেন বাংলায়। পোস্ট কিংবা মন্তব্যে অন্য ভাষার উদ্ধৃতি ব্যবহার করতে পারেন তার মূল হরফেই।
বাংলায় লিখতে পারেন, এবং প্রতাপের উদ্দেশ্য ও নীতির প্রতি শ্রদ্ধাশীল যেকোন ব্যক্তি এই ব্লগের সভ্য হতে পারেন। আবেদনকারী বাংলা হরফ ব্যবহার করেন কি না এটা নিশ্চিত হলেই সভ্য হিসাবে গ্রহণ করা হয়। সভ্যরা পোস্ট করবেন গল্প, কবিতা ছাড়াও সাহিত্য, সমাজ বা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ।
এই ব্লগে করা যেকোনো পোস্ট এবং সেই পোস্টের মাধ্যমে প্রকাশ করা অভিমতের জন্য পোস্টদাতাই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন এবং এগুলোর জন্য গ্রুপের ক্রিয়েটর অথবা এডমিনদের কোনোভাবেই দায়ী করা যাবে না। এছাড়াও, কোন ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, ব্যক্তিগত আক্রমণ বা কুৎসামূলক পোস্ট, ধর্মীয় বা সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট বা কোনও বে-আইনি পোস্টকে যেকোনো সময় মুছে দেওয়া হবে এবং পোস্টদাতাকেও বহিষ্কার করা হতে পারে।
অন্যান্য সামাজিক মাধ্যমে লেখালেখির থেকে ব্লগের লেখা-পড়ার  ব্যাপ্তি নানা কারণে  অনেক বেশি। আমাদের ব্লগে বন্ধুরা স্বাগত। আপনার যেগুলো সংরক্ষিত করে রাখবার মতো লেখা, সেগুলো নিয়ে আমাদের ব্লগে চলে আসবেন, এই অনুরোধ রইল।

ঋণস্বীকার : ঈশাণের পুঞ্জমেঘ।

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...