![]() |
। অপর্ণা কুমার ।
ঝড়ের শেষে দুপুর দেশে
লালন বুকে পলাশ চোখে,
মনের ভেতর মেঘের হাওয়া বয়
প্রিয় তোমার কিসের এত ভয়।
Continue reading...। ড. কাত্যায়নী দত্ত চৌধুরী ।
আমি কোনোদিন জীবাশ্ম হতে চেয়েছি।
জন্মের ওপারে, মৃত্যুর ওপারে
চিতা-ভস্ম-হাড়-গোড় ঠেলে দিচ্ছি ভূগর্ভে,
আরো নীচে - আরো গভীরে,
যেখানে জীবাণুর জনপদ নেই, কেউ নেই,
আমার অবশিষ্টাংশের সাথে আমি একা ও অভিন্ন
![]() |
। সুস্মিতা দাস ।
মরা গাছটাতেও নতুন পাতা জন্মাবে
পাড়ার সবচেয়ে বখাটে ছেলেটাও বদলে যাবে ,
অগোছালো ছেলেটাকেও
কেউ ভালোবেসে আপন করে নেবে
কিন্তু, আমাদের আর দেখা হবে না ।
![]() |
। রুনা পাল।
নিভে গেলে দীপের শিখা
হয় না সব কিছু শেষ,
তিমির ছুঁয়ে ওঠে আবার
প্রভাতের এক চিরন্তন আবেশ।
![]() |
। দীপান্বিতা ভট্টাচার্য ।
এক যুগ পর আবার হঠাৎ দেখা ট্রেনের কামরায়,
কেনো জানি না
আজ ডুবতে ইচ্ছে করছে উল্টোমুখী হাওয়ায়!
মনে হচ্ছে মুখোমুখি হয়ে জিজ্ঞেস করবো...
কেমন আছো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন