মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

প্রতাপ : অনলাইন-৪০

অনস্তিত্বের খেলাঘর

। দীপান্বিতা ভট্টাচার্য ।

প্রতিটি মেঘের ভেলায় লিখেছি—

গোপনে তোমার নাম,

অবজ্ঞার আঁচলে জড়িয়ে রেখেছি—

দিয়েছি চড়া দাম।

পুরো কবিতা পড়ুন


আমার জীবন

। বিপুল দাস ।

কি পেলাম এই জীবনে—

কিছু বন্ধু,

কিছু স্বপ্ন,

আর অসংখ্য না-পাওয়া আশা।

পুরো কবিতা পড়ুন


আমাদের প্রিয় কবি শৈলেন দাস স্যার

                  । সুজিতা দাস ।

শব্দ দিয়ে লেখেন আপনি জীবনের প্রতিচ্ছবি,

কালের ক্যানভাসে আঁকেন নিত্যনতুন ছবি।

আপনার কলমে ফোটে ফুল, ঝরে অশ্রুধারা,

অনুভূতির গভীরে আপনি চিরন্তন পথহারা।


মৃত্যুর উৎসব

। সপ্তমিতা নাথ ।

শেষ বললেই সব শেষ হয় না,
মৃত্যু বললেই সব শেষ হয় না।
মৃত্যুও হতে পারে এক শোভাযাত্রা—
সাগরের মতো বিশাল এক জীবনের উদযাপন।
মৃত্যু হতেও তো পারে শব্দের শেষে
এক বিরামহীন উৎসব।


অব্যক্ত প্রেম 

। সুরজ কুমার নাথ ।

অনেক কথা আছে 

যেগুলো ছন্নছাড়া কবিতা হয়ে

আমার পুরোনো ডায়েরির ভাজে ভাজে থেকে

নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ; প্রথম খণ্ড

সম্পাদকের কথা ....      ডিজিটাল যুগে সাহিত্য, ভাবনা ও মতপ্রকাশের পরিসর নতুন করে সাজানো হয়েছে। অনলাইনের দ্রুততা, সহজলভ্যতা ও বহুমাত্রিক পাঠকস...