।। শ্রীমান দাস ।।
উড়ালপুলের তলা যার ঘর
ফুটপাত যার উঠোন,
তার কাছে তো বহুকাল আগেই
ফিকে হয়ে গেছে পতাকার রঙ।
তার অর্ধাহারী পেট জানে
দুটো পোড়া রুটির জন্যেও
কতটুকু স্বাধীনতা বিক্রি করেছে সে।
তার কাছে অর্থহীন যত প্রতিশ্রুতি
ইশতেহার কিংবা ভিশন ডকুমেন্ট,
অমৃত মহোৎসব - সে তো বড্ড তেতো!
কতো রঙের পতাকার বাতাস লেগেছে গায়,
শুকায়নি তবু বঞ্চিত শরীরের ঘাম
দেয়নি কেউ দুমুঠো ভাতের নিশ্চয়তা।