![]() |
। সুস্মিতা দাস চৌধুরী ।
আজ খুব করে পড়ছে মনে
চাঁদকে নিয়ে গল্প
করে ছিলাম তোমার সনে।
আজ খুব করে পড়ছে মনে
![]() |
। নারায়ণ মোদক ।
গর্ভবতী বোরো ধানের শীষে
চকচক কুয়াশার শিশির বিন্দু
সুর্যের আলোয় হীরের দ্যুতি চারদিক
কী ভীষণ আকুতি নির্দিষ্ট সময় ধরে
দীর্ঘ পথ পরিক্রমা। পাগলী মেয়েটা
ভেঙে পরা আলপথ ধরে ছুটে চলে যায়।
![]() |
। সজল দাস ।
কাকের ঘরে কোকিল ডাকে, আঁধার রাতে স্বপ্ন বোনে,
অন্য ডালে বাসা বেঁধে, শাখায় শাখায় কান্না শোনে।
গর্ভে রেখেছো নীল অমরাবতী, জন্মদানের ক্ষণ কোথায়?
তোমার চোখে স্নেহের ছায়া, বুকের ভিতর তবু শূন্যতায়।
![]() |
কাঠফাটা রোদ্দুর, তপ্ত দুপুর,
খাঁ খাঁ করা বুকচেরা মাঠ বিস্তৃত বহুদূর।
নিস্তব্ধ পাখি, হারিয়েছে কোকিল তার সুর,
একাকী শিশুটির আজ কিছুই যেন নয় মধুর।
একটু জিরোনোর আশায় উন্মুক্ত বাতায়ন,
কোথায় সমীরণ? ফাঁকা বুলি সবুজ বনায়ন।
![]() |
। সুরজ শুক্লবৈদ্য ।
পশ্চিমের সূর্যকে দেখি অস্ত যেতে,
এ বছরের শেষ সূর্যাস্ত যেন
আমি প্রভাতে দেখিয়াছি,
প্রভাত এক সাক্ষী হয়ে রয়েছে সেই অন্তিম–
সূর্যোদয়ের প্রতীক্ষায়।
শুভ নববর্ষ ১৪৩২
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছাসহ