। সদয় দাস ।
বাতাসে ভেসে বেড়ায় প্রেম প্রেম গন্ধ,
ভাবনাতে শিহরিত - আছে যত রন্ধ্র।
নয়নে আঁকা তোমার প্রেমময় ছবিটা,
শব্দের মালা গেঁথে লিখি আমি কবিতা।
ছন্দে ছন্দে আমি তোমাকে বলে যাই,
জুড়ি আমাদের যেন- কৃষ্ণ আর রাই।
সাতজন্ম তোমার রাখবো খেয়াল,
তোমার প্রেম আমার কাছে মায়াজাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন