সুশীল দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুশীল দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

তোমার জন্য কিছু প্রশ্ন



।। সুশীল দাস ।।


কিছু প্রশ্ন বার বার

মনকে টেনে নিয়ে যায়

তোমার কাছে।

ভাল তো বেসে ছিলে

কিন্তু ভুল বুঝছো অনেকটা

তাই ভীষণভাবে জিজ্ঞেস করার ছিল

কিছু প্রশ্ন তোমাকে।

কেন চলে গেলে?

আমি কি এতটাই খারাপ ছিলাম?

সেগুলি প্রশ্ন অনেক দিন হয়ে গেছে

আনসিন হয়ে পরে আছে

তোমার ওয়াটসআপ নম্বরে।

তুমি কেন কথা রাখনি?

ভুলে যদি যাবে

তাহলে কেন এসেছিলে?

এ সব প্রশ্ন আজও

স্ট্যাটাসের জায়গাটা ছাড়েনি।

কেন করেছিলে প্রমিস?

কেন দেখিয়েছিলে রঙিন স্বপ্ন?

মনের মধ্যে শুধু এইগুলি প্রশ্নই

বার বার উতলে উঠে

তোমার জন্য ।

 

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...