।। দোলনচাঁপা দাসপাল ।।
প্রচণ্ড এক ঝড় চাই আমি।
প্রচণ্ড! বৈশাখী তাণ্ডব!
রুদ্র বাতাস আর দ্রৌপদী -তেজী বৃষ্টি ফোঁটা।।
সে বাতাসে ভেঙ্গে যাক্ নুইয়ে যাওয়া আধমরা সম্পর্ক ।
সে বৃষ্টিতে ঝরে যাক্ মৃতপ্রায় কুঁড়ি
যা আমাকে মনে করিয়ে দেয় সদ্যমৃত ভ্রূণকে।
দাঁড়িয়ে আছি আমি ধ্বংস স্তুপ নালান্দায়।
প্রাচীন অভিমান আর নিত্য ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে।
গণগণে সূর্য আর আগুন ঝরা পৃথিবীর মধ্যে
এক দগ্দ্ধ বলয় হয়ে।
শ্রাবণের রিম ঝিম ধারা আমাকে পারবে না দিতে কোন নুতন জন্ম।
তাই আমি চাই এক ঝড়।
বিধ্বংসী তাণ্ডব! দুযোর্গপূর্ণ প্রলয়!
যে ঝড়ের শেষে আমি জেগে উঠব এক
নির্বিকার সকাল হয়ে -----
যেন কিছুই হয়নি গতকাল রাতে।