জেগে থাকে নদী ও তারা

পিঙ্কু চন্দ
[প্রতাপ : অনলাইন-১৫]

         । পিঙ্কু চন্দ ।


মনের ভেতর কেবল তুমি 

বুকের ভেতর তোমার আকাশ 

দূরে কোথাও বাজছে সানাই 

চাঁদের মুখে তোমার প্রকাশ 


তৃষ্ণার পৃথিবীতে কেবল উত্তাপ 

পেতে রাখি শীতল পাটি

অস্থি পাঁজরে লিখি দিনলিপি 

পিপীলিকার মতন হাঁটি 


কোন এক দারুচিনি বনে

দেখেছিলাম পাতার আড়ালে 

তারপর উন্মাদ প্রহর ছুটে 

পাহাড় থেকে সমুদ্র সমতলে 


এক মগ্ন স্বপ্ন আঙ্গুল ছুঁয়ে 

পথ খুঁজে কালো চুলের বনে 

যে পথ হেঁটে গেছে দূরে 

জোনাকি রাতের আনমনে 


আলোর ভেতরে যেমন ছায়া 

মেঘের যেমন বৃষ্টি ধারা

বাসনার ঠোঁটে শিহরণ জাগে 

জেগে থাকে নদী ও তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...