প্রসেনজিৎ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রসেনজিৎ দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৯ মে, ২০২২

মরুভূমি শ্মশান



[প্রতাপ, পঞ্চম সংখ্যা]

।।প্রসেনজিৎ দাস।।

আজ মাথা ঘুরে কান্ড দেখে
আকাশ ছুঁয়ে গেছে আগুনে
সন্ত্রাসের ত্রাসে আলোড়ন জাগে
সমস্ত বিশ্ব ভুবন জুড়ে।
ভয়ে পরাণ কাঁপে থরথর
যেভাবে মানুষ হারাচ্ছে হুশ
একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে
হিংসার আগুনে পুড়ে কালাহারি
মরুভূমি অথবা মণিকাঞ্চনের মত
শ্মশানের রূপটা পড়ে থাকবে শুধু
মাটির 'পরে নিরব আর চুপ।

শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯

প্রসেনজিৎ দাস এর দুটি কবিতা



প্রতিদান কী দিয়েছ


ভাই কী দিয়েছ প্রতিদান তাঁদের রক্তের বদলে
যাঁরা দিয়েছে প্রাণ  আত্মাহূতি দেশ গড়ার
তাঁদের আদর্শ মেনে করি না সম্মান
অবহেলিত তাঁরা আজ আমাদের সবার  অন্তরে
দিনের আলোতে তাঁদের স্ট্যাচুতে  কুসুমদাম পড়িয়ে
আর রাতের অন্ধকারে নোংরা আবর্জনা
ফেলে দিলে তাদের ওপরে
তাদের রক্ত বয়ে যাওয়া রক্তনদীতে
তোমরা নিজেরাই দিলে শবদেহ ভাসায়ে
মনের মহানন্দে সময় গুণে।
          
...


অতীত হয়ে গেছি


আমাকে তুমি অন্য কিছু জিজ্ঞেস করো
কিন্তু সম্পার কথা নয়।
সে এখন দালান বাড়িতে সুখে শান্তিতে বাস করে।
সে প্রতিদিন বাস্তব স্বপ্নের সাথে খেলা করে
আমাকে মনে রাখার মতো তার  সময় নেই হাতে 
আমি তো এখন অতীত হয়ে গেছি ।
আমার ভালোবাসার স্মৃতির বোঝা
এখন দাঁড়িয়ে আছে অর্ধ পুড়িয়ে ফেলা
কিংবা ছেড়া খাতার পুরনো মলাঠের মতো
রাস্তা, নর্দমার নোংরা, আবর্জনার ভেতরে
ঘুমিয়ে আছে চিরকালের জন্যে।
তার অন্তরে কি আর ফোটে উঠবে?
আমার প্রথম জীবনে দেওয়া লাল গোলাপ।

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...