রবিবার, ২৯ মে, ২০২২
মরুভূমি শ্মশান
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
প্রসেনজিৎ দাস এর দুটি কবিতা
প্রতিদান কী দিয়েছ
ভাই কী দিয়েছ প্রতিদান তাঁদের রক্তের বদলে
যাঁরা দিয়েছে প্রাণ আত্মাহূতি দেশ গড়ার
তাঁদের আদর্শ মেনে করি না সম্মান
অবহেলিত তাঁরা আজ আমাদের সবার অন্তরে
দিনের আলোতে তাঁদের স্ট্যাচুতে কুসুমদাম পড়িয়ে
আর রাতের অন্ধকারে নোংরা আবর্জনা
ফেলে দিলে তাদের ওপরে
তাদের রক্ত বয়ে যাওয়া রক্তনদীতে
তোমরা নিজেরাই দিলে শবদেহ ভাসায়ে
মনের মহানন্দে সময় গুণে।
...
অতীত হয়ে গেছি
আমাকে তুমি অন্য কিছু জিজ্ঞেস করো
কিন্তু সম্পার কথা নয়।
সে এখন দালান বাড়িতে সুখে শান্তিতে বাস করে।
সে প্রতিদিন বাস্তব স্বপ্নের সাথে খেলা করে
আমাকে মনে রাখার মতো তার সময় নেই হাতে
আমি তো এখন অতীত হয়ে গেছি ।
আমার ভালোবাসার স্মৃতির বোঝা
এখন দাঁড়িয়ে আছে অর্ধ পুড়িয়ে ফেলা
কিংবা ছেড়া খাতার পুরনো মলাঠের মতো
রাস্তা, নর্দমার নোংরা, আবর্জনার ভেতরে
ঘুমিয়ে আছে চিরকালের জন্যে।
তার অন্তরে কি আর ফোটে উঠবে?
আমার প্রথম জীবনে দেওয়া লাল গোলাপ।
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
গাছ । সুস্মিতা দাস চৌধুরী । গাছ দেয় যে কত শীতল ছায়া, কাটতে তবু হয় না কেন মায়া? নিজেই নিজের করছি ধ্বংশ বাড়বেই তো কার্বনডাই অ...
-
।।রেবতী মোহন দাস।। সাধারণ কৃষক পরিবারে জন্ম আমার । অভাব অনটনের জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর সংসারের কাজে লেগে যাই। এমন কোন ক...
-
হতেম যদি মানুষ । পুষ্পিতা দাস । - ও আপনি? - কতটুকু লাগবে? - এইতো, কাটার পর দেড়-দুকেজি হলেই হবে। -ঠিক আছে। রেডি করে রাখছি। আপনার বাকী ক...
-
আবেগের অন্য নাম শনবিল । সুচরিতা দাস । অনেকের কাছে তুমি নিতান্তই একখানা জলাশয়, হয়তোবা শুধুই খানিকটা অবসর সময়ের বিনোদন! ...
-
একটি পবিত্র তীর্থস্থান নুনকুলি । রাহুল দাস। বরাক উপত্যকার কাছাড় জেলার অন্তর্গত একটি গ্ৰাম হলো শ্রীকোনা লালমাটি। গ্ৰামটি শহর থেকে প্রায়...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ : অনলাইন-২৯
এই সময়টা আমার নয় । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...
