রবিবার, ২৯ মে, ২০২২

মরুভূমি শ্মশান



[প্রতাপ, পঞ্চম সংখ্যা]

।।প্রসেনজিৎ দাস।।

আজ মাথা ঘুরে কান্ড দেখে
আকাশ ছুঁয়ে গেছে আগুনে
সন্ত্রাসের ত্রাসে আলোড়ন জাগে
সমস্ত বিশ্ব ভুবন জুড়ে।
ভয়ে পরাণ কাঁপে থরথর
যেভাবে মানুষ হারাচ্ছে হুশ
একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে
হিংসার আগুনে পুড়ে কালাহারি
মরুভূমি অথবা মণিকাঞ্চনের মত
শ্মশানের রূপটা পড়ে থাকবে শুধু
মাটির 'পরে নিরব আর চুপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...