হতেম যদি মানুষ
। পুষ্পিতা দাস ।
- ও আপনি?
- কতটুকু লাগবে?
- এইতো, কাটার পর দেড়-দুকেজি হলেই হবে।
-ঠিক আছে। রেডি করে রাখছি। আপনার বাকী কাজ সেরে একটু দূরে দাঁড়াবেন। আমরা আপনার হাতে দিয়ে আসব। পুরো গদ্যটি পড়ুন
লুকোচুরি
। সুজিতা দাস ।
তুমি কি
গাছের আড়ালে,
মেঘের আড়ালে,
শান্ত, স্নিগ্ধ জোছনায়
শীতল ছায়ার চেহারা নিয়ে লুকিয়ে আছো?
নিয়তি
। নীলাদ্রি ভট্টাচার্য ।
অন্তিম লগ্নে মনে হলো
দূরত্বে তুমি একা
এক ব্যাকুল রক্ত ঘুর্ণিতে তুমি নতমস্তক
। অঞ্জলি দে নন্দী, মম ।
ভিয়েতনামের বিমানবন্দরে রয়েছি।
মুম্বাই যাব, অপেক্ষা করছি।
এলাম বালি, ইন্দোনেশিয়া থেকে।
বেশ কিছুটা ক্লান্তও হয়েছি।
সেই সকাল থেকে উড়োজাহাজে চড়ছি।
। রাখী দাস ।
প্রথমে বলি একটি মেয়ে
নামটি তার প্রিয়াংকা,
দেখতে যত শান্ত-শিষ্ট
তবুও মনে আশঙ্কা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন