শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯

আব্দুল হালিম বড়ভূইয়া-র দুটি কবিতা



এক গুচ্ছ কাশ

পথের শেষান্তে একগুচ্ছ কাশ

খুলে দিল তার ফুটন্ত দুয়ার।

অবুঝ আগ্রহে প্রকৃতির বুকে

সাদা পালক তুলে আনন্দ করে।

এক খুশীর বার্তা ছড়ায়ে দিয়ে---

শরৎরাণীকে দেয় আভরণ।

কর্কশদেহে তুলো সাজিয়ে নেয়,

মনুষ্যলোকে মুক্ত ঝরা চাদরে।

বাতাসের দোলায়, জগৎ ভোলায়

আগমণী বার্তার আবেগ রসে।

শুভ্র মনোহর এই কাশফুল

আশ্বিনের আঙিণায় হিমের পরশ।

...


শিউলি


নূতনের গন্ধে খুঁজে বেড়াই---

কী জানি ; কী একটা উদ্যম এসেছে,

আকাশের নীলিমায় ঘন মেঘ;

বাতাসও একটু ভার।

গরমের সকাল-সন্ধ্যায়; শিশির কণা,

গাছের ডালে শিউলি ফুটেছে

মুকুলেও গেছে ভরি।

মাটির টানে উপচে পড়া

লাল-সাদা দেহ নিয়ে কী বাহার!

অশেষ মগ্ন আনন্দলোক,

শিউলি ফুটে গেছে এই ভেবে।

২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...