এক গুচ্ছ কাশ
পথের শেষান্তে একগুচ্ছ কাশ
খুলে দিল তার ফুটন্ত দুয়ার।
অবুঝ আগ্রহে প্রকৃতির বুকে
সাদা পালক তুলে আনন্দ করে।
এক খুশীর বার্তা ছড়ায়ে দিয়ে---
শরৎরাণীকে দেয় আভরণ।
কর্কশদেহে তুলো সাজিয়ে নেয়,
মনুষ্যলোকে মুক্ত ঝরা চাদরে।
বাতাসের দোলায়, জগৎ ভোলায়
আগমণী বার্তার আবেগ রসে।
শুভ্র মনোহর এই কাশফুল
আশ্বিনের আঙিণায় হিমের পরশ।
...
শিউলি
নূতনের গন্ধে খুঁজে বেড়াই---
কী জানি ; কী একটা উদ্যম এসেছে,
আকাশের নীলিমায় ঘন মেঘ;
বাতাসও একটু ভার।
গরমের সকাল-সন্ধ্যায়; শিশির কণা,
গাছের ডালে শিউলি ফুটেছে
মুকুলেও গেছে ভরি।
মাটির টানে উপচে পড়া
লাল-সাদা দেহ নিয়ে কী বাহার!
অশেষ মগ্ন আনন্দলোক,
শিউলি ফুটে গেছে এই ভেবে।
|| সম্পাদক : শৈলেন দাস || প্রকাশক : অদিতি দাস || ঠিকানা : নেতাজী লেন, সৎসঙ্গ আশ্রম রোড, শিলচর ||
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
আব্দুল হালিম বড়ভূইয়া-র দুটি কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
সুমঙ্গল দাস শান্তির স্পর্শ । সুমঙ্গল দাস । বাচ্চা শিশু কচিকাঁচা, সহজ সরল তার মন তার স্পর্শে...
-
শৈলেন দাস । ভয় । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা আমার আত্মতৃপ্ত...
-
সুচরিতা দাস ঝাপসা প্রতিচ্ছবি । সুচরিতা দাস । সব আলোর পথ হারিয়ে যাচ্ছে কোন অতল অন্ধকারের অথৈ গহ্বরে, ভেকধারী ভালোবাসারা আজ নিস্প্রভ । ...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)
প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...
Nice
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন