এক গুচ্ছ কাশ
পথের শেষান্তে একগুচ্ছ কাশ
খুলে দিল তার ফুটন্ত দুয়ার।
অবুঝ আগ্রহে প্রকৃতির বুকে
সাদা পালক তুলে আনন্দ করে।
এক খুশীর বার্তা ছড়ায়ে দিয়ে---
শরৎরাণীকে দেয় আভরণ।
কর্কশদেহে তুলো সাজিয়ে নেয়,
মনুষ্যলোকে মুক্ত ঝরা চাদরে।
বাতাসের দোলায়, জগৎ ভোলায়
আগমণী বার্তার আবেগ রসে।
শুভ্র মনোহর এই কাশফুল
আশ্বিনের আঙিণায় হিমের পরশ।
...
শিউলি
নূতনের গন্ধে খুঁজে বেড়াই---
কী জানি ; কী একটা উদ্যম এসেছে,
আকাশের নীলিমায় ঘন মেঘ;
বাতাসও একটু ভার।
গরমের সকাল-সন্ধ্যায়; শিশির কণা,
গাছের ডালে শিউলি ফুটেছে
মুকুলেও গেছে ভরি।
মাটির টানে উপচে পড়া
লাল-সাদা দেহ নিয়ে কী বাহার!
অশেষ মগ্ন আনন্দলোক,
শিউলি ফুটে গেছে এই ভেবে।
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
আব্দুল হালিম বড়ভূইয়া-র দুটি কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
এই সময়টা আমার নয় । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...
-
তোমারই নামে । মাম্পী দাস। আমি তো ছিলাম দুঃখে ভরা এমন এক বই যাকে নাকি খোলা দায়! পাঠক বললে তো তোমায় বলি সেরা যে বইটি শু...
-
শূন্য মনের মানুষ । মাম্পী দাস । আমি নির্জন অন্ধকারে আগাছায় পড়ে থাকা একবিন্দু শিশির সূর্য...
-
রোদেলা দুপুর । কুসুম কলিতা। দুপুরের প্রখর রোদে জর্জরিত শরীর একটু শীতল বাতাস চাই, ঝিলিমিলি করে রবির তীব্র রোদে কোনো ধরনের শান...
-
বহুরূপী । সুচরিতা দাস । আজকাল অসুরদের মুখ ঠিক যেন মানুষের অবয়ব, নেতিবাচক চিন্তা তাদের কালো ধোঁয়া হয়ে ছড়িয়ে পড়ছে সর্বত্র। পুরো কবি...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)
প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...

Nice
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন