এক গুচ্ছ কাশ
পথের শেষান্তে একগুচ্ছ কাশ
খুলে দিল তার ফুটন্ত দুয়ার।
অবুঝ আগ্রহে প্রকৃতির বুকে
সাদা পালক তুলে আনন্দ করে।
এক খুশীর বার্তা ছড়ায়ে দিয়ে---
শরৎরাণীকে দেয় আভরণ।
কর্কশদেহে তুলো সাজিয়ে নেয়,
মনুষ্যলোকে মুক্ত ঝরা চাদরে।
বাতাসের দোলায়, জগৎ ভোলায়
আগমণী বার্তার আবেগ রসে।
শুভ্র মনোহর এই কাশফুল
আশ্বিনের আঙিণায় হিমের পরশ।
...
শিউলি
নূতনের গন্ধে খুঁজে বেড়াই---
কী জানি ; কী একটা উদ্যম এসেছে,
আকাশের নীলিমায় ঘন মেঘ;
বাতাসও একটু ভার।
গরমের সকাল-সন্ধ্যায়; শিশির কণা,
গাছের ডালে শিউলি ফুটেছে
মুকুলেও গেছে ভরি।
মাটির টানে উপচে পড়া
লাল-সাদা দেহ নিয়ে কী বাহার!
অশেষ মগ্ন আনন্দলোক,
শিউলি ফুটে গেছে এই ভেবে।
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
আব্দুল হালিম বড়ভূইয়া-র দুটি কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
গাছ । সুস্মিতা দাস চৌধুরী । গাছ দেয় যে কত শীতল ছায়া, কাটতে তবু হয় না কেন মায়া? নিজেই নিজের করছি ধ্বংশ বাড়বেই তো কার্বনডাই অ...
-
।।রেবতী মোহন দাস।। সাধারণ কৃষক পরিবারে জন্ম আমার । অভাব অনটনের জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর সংসারের কাজে লেগে যাই। এমন কোন ক...
-
হতেম যদি মানুষ । পুষ্পিতা দাস । - ও আপনি? - কতটুকু লাগবে? - এইতো, কাটার পর দেড়-দুকেজি হলেই হবে। -ঠিক আছে। রেডি করে রাখছি। আপনার বাকী ক...
-
আবেগের অন্য নাম শনবিল । সুচরিতা দাস । অনেকের কাছে তুমি নিতান্তই একখানা জলাশয়, হয়তোবা শুধুই খানিকটা অবসর সময়ের বিনোদন! ...
-
একটি পবিত্র তীর্থস্থান নুনকুলি । রাহুল দাস। বরাক উপত্যকার কাছাড় জেলার অন্তর্গত একটি গ্ৰাম হলো শ্রীকোনা লালমাটি। গ্ৰামটি শহর থেকে প্রায়...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ : অনলাইন-২৯
এই সময়টা আমার নয় । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...

Nice
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন