প্ৰনিতা দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্ৰনিতা দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

প্রনিতা দাস -এর দুটি কবিতা



মায়ের আগমনে

মা গো তোমার আগমনে
     আনন্দ আজ এই ভুবনে।
মণ্ডপগুলো উঠছে সেজে
     কত রঙের রঙীন সাজে।
সাজবে সবাই নতুন করে
      আয়োজন তাই ঘরে ঘরে।
শঙ্খ ঘণ্টা বাদ্য করে
     নেবে তোমায় বরণ করে।
ঢাক ঢোলের মধুর সুরে
      খুশিতে সবার মন ভরে।
মিলেমিশে সবাই ঘু্রে
     একসাথে মণ্ডপে মণ্ডপে।
মাগো তিন দিনের তরে
      আসো তুমি বাপের ঘরে।
বিজয়া দশমীর দিনে
        তাই তো সবার অশ্রু ঝড়ে।



দূর্গা মা

তোমার চরণে জানাই মা প্রনতি
     তুমি সবারে দাও সুমতি।
হিংসা  বিবাদ মারামারি
      আমরা কভু যেন নাহি  করি।
সৎ চিন্তাভাবনা যেন অনুসরণ করি।
অসুর-নরপিশাচদের কর তুমি নাশ
তোমার দয়ায় হয় যেন মা পৃথিবী প্রকাশ।
মনের আধাঁর ঘুচে, দাও মা তুমি আলো
সবার হৃদয়ে প্রেম ভক্তির ভাব জেগে তোল।

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...