। কবিতা দাস ।
এম.এ, বি,এড.(শিক্ষিকা ও কবি)
গত ১৬ই মার্চ ২০২৫ ইং সাঁকো সাহিত্য পত্রিকার বসন্ত উৎসব অনুষ্ঠানে আত্মপ্রকাশ করে হাইলাকান্দি জেলার তরুণ প্রজন্মের এক বলিষ্ঠ কবি শ্রীমতি অনন্যা ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ 'অনাদৃতা'। এই কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতাই আমার পড়া হয়ে গেছে সামাজিক মাধ্যমে। মুগ্ধ হয়েছি প্রতিটি কবিতা পাঠ করে। প্রতিটি কবিতার মধ্যে রয়েছে এক ব্যঞ্জনাময় গভীরতা। বার বার পাঠ না করলে তা হৃদয়ঙ্গম হয় না।
প্রথমেই আসি প্রচ্ছদের কথায়। প্রচ্ছদের ছবি ও গ্রন্থের নাম দুটোই পাঠককে আকৃষ্ট করবে সন্দেহ নাই।
এবার আসা যাক কবিতার কথায়। প্রতিটি কবিতায় যে বিষয়টি আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে তা হল কবির প্রকৃতি প্রেম। প্রতিটি কবিতায় কবি দক্ষতার সঙ্গে প্রকৃতির বিভিন্ন রূপের ছবি এঁকেছেন - 'চন্দ্রালোকে প্লাবিত পৃথিবী', 'কুয়াশা মোড়া ভোর', 'বৃষ্টিস্নাত সন্ধ্যার মায়ামাখা জ্যোৎস্না' - পাঠককে অন্য এক কল্পনার জগতে নিয়ে যাবে।
'প্রান্তিক' শিরোনামে রয়েছে দশটি কবিতা। এই 'প্রান্তিক' কবির সৃষ্ট এক কাব্যিক ব্যঞ্জনা। যাকে ঘিরে আবর্তিত হয় কবির সৃষ্টি ধারা। এই প্রান্তিকই হয়ত কবির জীবনদেবতা। যেমন পাই আমরা জীবনানন্দের 'বনলতা সেন' কিম্বা সুনীল গঙ্গোপাধ্যায়ের 'নীরা'। প্রান্তিক-দশ এ কবি নিজেই 'প্রান্তিক' এর সত্তাকে পাঠকের কাছে তুলে ধরেছেন -- 'প্রান্তিক এক চুপকথা' 'প্রান্তিক এক সীমান্তের গল্প', প্রান্তিক এক সীমারেখা' -- অপূর্ব ব্যঞ্জনাময় পংক্তি।
অতি অল্প কথায়ও যে অনেক কথা বলা যায় অনন্যার কবিতা তার উদাহরণ। আতুরঘরে বসে নিজের আত্মজকে নিয়ে লেখা 'রুদ্রনীল' কবিতাটি সত্যিই অনবদ্য। নিজের মাতৃত্বের গৌরবকে কী সুন্দর শব্দবন্ধনে প্রকাশ করলেন কবি।
'সাঁঝবাতি', 'ট্রিবিউলাস', 'মুহূর্ত', 'এরোফোবিয়া', কবিতাগুলো এক অসাধারণ ব্যঞ্জনা ও অভিব্যক্তিতে মূর্ত হয়ে উঠেছে। 'মুহূর্তেরা ধরা থাকে মুহূর্তের কাছে'-- পংক্তিটি ভীষণ অর্থবহ। অত্যন্ত প্রাঞ্জল ও সাবলীল ভাষায় কবি তাঁর কবিতার মালা গেঁথেছেন। এখানেই একজন কবির সার্থকতা। 'মৃত্যু তোমাকে ভালোবেসে' কবিতায় কবি তাঁর মৃত্যুচেতনাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। যেখানে জীবনানন্দের প্রভাব লক্ষ্য করা যায়।
এক কথায় 'অনাদৃতা'র প্রতিটি কবিতাই শব্দের বুননে ভাবের গভীরতায়, ভালোবাসার আবেগে, ব্যঞ্জনাময় অভিব্যক্তিতে এক অসাধারণ সৃষ্টির দলিল হয়ে থাকবে। কবির নিজের ভাষায় কবির 'অনাদৃতা' -- "অনাদৃতা হয়েও তুমি অনন্যা"।
কবি অনন্যার 'অনাদৃতা' পাঠক সমাজে হবে ভীষন ভাবে সমাদৃত, এই শুভেচ্ছা জানিয়ে ও কবির উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করে লেখার ইতি টানলাম।