সুমঙ্গল দাস |
শান্তির স্পর্শ
। সুমঙ্গল দাস ।বাচ্চা শিশু কচিকাঁচা, সহজ সরল তার মনতার স্পর্শে পাবে তুমি, দেখ তাতেই ইষ্ট ধারণ।
খিলখিলিয়ে হাসবে শিশু, দুশ্চিন্তা হবে দূর
মন আনন্দে অন্তরমনে, খুলবে শান্তির দোর।
প্রিয়তোষ শর্মা |
চাতক পাখি। প্রিয়তোষ শর্মা ।
অনেকের মতো আমিও
আসলে এক চাতক পাখি।
চারিদিকে সমুদ্রময় জলরাশি
অথচ তৃষ্ণার্থ প্রাণ।
গুলিয়ে ফেলে নিজেকে বাতাসের সাথে,
ভোরের আকাশ গালে লালিমা মাখতেই
আব্দুল হালিম বড়ভূইয়া |
আলাদ্দীনের প্রদীপ
। আব্দুল হালিম বড়ভূইয়া ।
মানুষের বেঁচে থাকার উৎস তুমি, আকাঙ্ক্ষা
তোমার চক্রব্যূহে হাবুডুবু খায় এ শহর
আলাদ্দীনের প্রদীপের মিটমিট আলোয়
বেড়ে যায় তোমার কদর আরও সহস্রগুণ।