চাতক পাখি

। প্রিয়তোষ শর্মা ।

 

অনেকের মতো আমিও

আসলে এক চাতক পাখি।

চারিদিকে সমুদ্রময় জলরাশি

অথচ তৃষ্ণার্থ প্রাণ।

অনন্ত কাল ধরে

সবার অগোচরে

ইতিহাসের সাক্ষী থাকা আমার

কেউ বোঝেনি অভিমান;

অপূর্ণতায় সাজানো

সাগরপাড়ে পাখা মেলা এই চাতকী

আজও করেনি সমুদ্রস্নান!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...