। প্রিয়তোষ শর্মা ।
অনেকের মতো আমিও
আসলে এক চাতক পাখি।
চারিদিকে সমুদ্রময় জলরাশি
অথচ তৃষ্ণার্থ প্রাণ।
অনন্ত কাল ধরে
সবার অগোচরে
ইতিহাসের সাক্ষী থাকা আমার
কেউ বোঝেনি অভিমান;
অপূর্ণতায় সাজানো
সাগরপাড়ে পাখা মেলা এই চাতকী
আজও করেনি সমুদ্রস্নান!
এই সময়টা আমার নয় । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন