এই সময়টা আমার নয়
। শৈলেন দাস ।
এই সময়টা আমার নয়
মেঘে বাদলে জুটি
কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর
যেখানে আমি থাকি।
। মঙ্গলা দত্ত রিমি ।
মন খারাপের গল্পগুলো যখন ফিজিক্স কিংবা
কেমিস্ট্রি ক্লাসের চাপে বলা হয়ে উঠে না,
গরম কফির কাপ থেকে উঠে আসা বাষ্পেরাও
একটা সময় পর জমাট বাঁধে ওজোন স্তরের গায়ে।
কবির পরিচয়। গোপেন দাস ।
সে নয় কেবল শব্দের কারিগর,
তার কলমে গাঁথা থাকে নীরবতার রঙ।
জল পড়ার শব্দ, হাওয়ার ছোঁয়া,
তাকেও সে তো কবিতায় আনে ঢঙ।
দিনমজুর বাবা
। সুস্মিতা দাস চৌধুরী ।
বাবা মানেই জীবন মধুময়,
আমাদের নেই যে কোনও ভয়।
বাবা হলো একটু স্বস্তির ছায়া,
যেখানে পাওয়া যায় অনেক মায়া।
প্রার্থনা
। রাজন দাস ।
রাত্রি শেষে প্রভাত হলো,
এলো সূর্যের আলো।
অজ্ঞানতা নাশ করো হে,
দাও হে জ্ঞানের আলো।
![]() |
শর্ত সাপেক্ষে হোল সেল রেট এ রঙ কিনতে যোগাযোগ করুন |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন