ভালোবাসার অন্য নাম কাব্য

প্রতাপ : অনলাইন-২৯

। মঙ্গলা দত্ত রিমি ।

মন খারাপের গল্পগুলো যখন ফিজিক্স কিংবা

কেমিস্ট্রি ক্লাসের চাপে বলা হয়ে উঠে না,

গরম কফির কাপ থেকে উঠে আসা বাষ্পেরাও

একটা সময় পর জমাট বাঁধে ওজোন স্তরের গায়ে।

ঠিক তখনই ভালোবাসা কড়া নাড়ে

মস্তিষ্কের ওপারে থাকা অনুভব নামক দরজাটায়।

একের পর এক শিরা-উপশিরা বেয়ে আসা

চেতনায় উজ্জীবিত হয়, মৃতপ্রায় ধমনীটা।

বিজ্ঞান ছুটে চলে সাহিত্যের খোঁজে,

হাতের আঙুলে ধরে থাকা ফাউন্টেন কলমে

লেখা হয় নতুন কোনো কাহিনি।

সাদা কাগজটা হয় আরও বেশি রঙিন।

একের পর এক গ্যালাক্সির ভিড়ে হারিয়ে যাওয়া

বায়োলজি-টা হয়ে উঠে আরও রহস্যময়ী।

সমস্ত কিছুর অবশেষে না বলা কথাগুলো হয়ে উঠে কবিতা।

ভালোবাসা বাঁধা পড়ে অন্য নামে, অন্য একটি খামে।

ব্যস্ত বিজ্ঞানের অবসরে মনে পড়ে ফেলে আসা কাব্যের ঠিকানা,

মুঠো ভর্তি কিছু অলিখিত পাণ্ডুলিপি।

ভস্মীভূত হয়েছে কত ইচ্ছেরা,

ছাই জমা ঘরের কোণে থেকে উঠে আসা ধোঁয়ার গায়ে

আজও লেগে আছে অসমাপ্ত সাহিত্যের ঘ্রাণ।

বৃদ্ধ আকাশের কোণে টিমটিম করা তারাটাও জানে,

‘ভালোবাসার অন্য নাম কাব্য’।


শর্ত সাপেক্ষে হোল সেল রেট এ রঙ কিনতে যোগাযোগ করুন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...