রাজন দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজন দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রতাপ : অনলাইন-৩৩

               আমার তুমি 

                 । পিয়ালী ঘোষ ।

আমার তুমি কোন এক বিকেলে আসা বৃষ্টি, 

যার কাছে নির্দ্বিধায় নিজেকে হারিয়ে দিতে পারি।

আমার তুমি আকাশের সেই চাঁদ , 

যাকে দেখে কাটিয়ে দিতে পারি পুরো রাত।

তুমি আমার সুগন্ধি ফুল,

 গন্ধে যার করে আকুল।

পুরো কবিতাটি পড়ুন


কালপুরুষ

। রাজীব কুমার দাস ।

গগনের অন্তহীন সীমানায় সময়ের নিঃশব্দ স্রষ্টা

অসীম পথ পেরোয়- সূর্যোদয় থেকে নক্ষত্রের বিলয়,

আদি থেকে অন্ত- সে এক সীমাহীন গণিত

এক নিঃশ্বাসে জন্মধারা, এক নিঃশ্বাসে প্রলয়।



ত্রিনয়নীর সংসার

       । রিপন দাস ।

দিন-রাত সহ্য করে,

দায়িত্বে থাকেন রত;

কেমন করে এগিয়ে যাবেন,

ভাবেন সবার মত।



           মা

      । রাজন দাস ।

কোথায় গেলে, মাগো তুমি,

আমায় একা রেখে।

তোমায় ছাড়া বলো, মাগো,

ঘুমাই কেমন করে।



তর্পণ

। গীতশ্রী ভট্টাচার্য্য ।

    চোখ কচলে উঠে বসে কুসুম। মা কই! পাশে নেই তো। ছোট্ট দুটো পায়ে নেমে আসে খাট থেকে। লাল টুকটুকে পা। কাল রাতেই মা আলতা পরিয়ে দিয়েছে। ঘরে তখনও নীল রাতআলো জ্বলছে। দরজাটা খোলা। মা তাহলে বাইরে। সিঁড়ি থেকে ঝপাং করে উঠোনে লাফ দেয় বালিকা। মা চমকে উঠে।  পুরো গল্পটি পড়ুন

শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রতাপ : অনলাইন-২৯

 এই সময়টা আমার নয়

         । শৈলেন দাস ।

এই সময়টা আমার নয়

মেঘে বাদলে জুটি

কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর

যেখানে আমি থাকি।

পুরো কবিতাটি পড়ুন


 ভালোবাসার অন্য নাম কাব্য

                  । মঙ্গলা দত্ত রিমি ।

মন খারাপের গল্পগুলো যখন ফিজিক্স কিংবা

কেমিস্ট্রি ক্লাসের চাপে বলা হয়ে উঠে না,

গরম কফির কাপ থেকে উঠে আসা বাষ্পেরাও

একটা সময় পর জমাট বাঁধে ওজোন স্তরের গায়ে।

    পুরো কবিতাটি পড়ুন


          কবির পরিচয়

                । গোপেন দাস ।

সে নয় কেবল শব্দের কারিগর,

তার কলমে গাঁথা থাকে নীরবতার রঙ।

জল পড়ার শব্দ, হাওয়ার ছোঁয়া,

তাকেও সে তো কবিতায় আনে ঢঙ।

পুরো কবিতাটি পড়ুন


দিনমজুর বাবা

। সুস্মিতা দাস চৌধুরী ।

বাবা মানেই জীবন মধুময়,

আমাদের নেই যে কোনও ভয়।

বাবা হলো একটু স্বস্তির ছায়া,

যেখানে পাওয়া যায় অনেক মায়া।

 

               প্রার্থনা

                 । রাজন দাস ।

রাত্রি শেষে প্রভাত হলো,

  এলো সূর্যের আলো।

অজ্ঞানতা নাশ করো হে,

  দাও হে জ্ঞানের আলো।



শর্ত সাপেক্ষে হোল সেল রেট এ রঙ কিনতে যোগাযোগ করুন



এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...