। রিপন দাস ।
দিন-রাত সহ্য করে,
দায়িত্বে থাকেন রত;
কেমন করে এগিয়ে যাবেন,
ভাবেন সবার মত।
প্রয়োজনে-অপ্রয়োজনে কত কথা,
শোনেন কান পেতে;
উত্তর দেওয়ার ক্ষণ নেই,
ফুরসত পান না খেতে।
পাঁচ ইন্দ্রীয় বিশ্রাম হারায়,
চুটোচুটি দেখে;
পরিবারকে আগলে ধরে,
দুঃখ-কষ্ট রেখে।
প্রহরী হয়ে দাড়িয়ে থাকেন,
অদম্য সাহস ভরে;
আপন লক্ষ্য আচলে বেঁধে,
আলো আনেন ঘরে।
ত্রিনয়নী রূপ নিয়ে,
করেন কর্তব্য পালন;
অলসতা ও অহংকার,
দিয়েছেন বিসর্জন।
জীবনটাকে সঁপে দিলেন,
অভিমান রেখে জমা;
কাজগুলো একজনেরই সাধ্য—
উনি হলেন মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন