সুস্মিতা দাসচৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুস্মিতা দাসচৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রতাপ : অনলাইন-২৯

 এই সময়টা আমার নয়

         । শৈলেন দাস ।

এই সময়টা আমার নয়

মেঘে বাদলে জুটি

কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর

যেখানে আমি থাকি।

পুরো কবিতাটি পড়ুন


 ভালোবাসার অন্য নাম কাব্য

                  । মঙ্গলা দত্ত রিমি ।

মন খারাপের গল্পগুলো যখন ফিজিক্স কিংবা

কেমিস্ট্রি ক্লাসের চাপে বলা হয়ে উঠে না,

গরম কফির কাপ থেকে উঠে আসা বাষ্পেরাও

একটা সময় পর জমাট বাঁধে ওজোন স্তরের গায়ে।

    পুরো কবিতাটি পড়ুন


          কবির পরিচয়

                । গোপেন দাস ।

সে নয় কেবল শব্দের কারিগর,

তার কলমে গাঁথা থাকে নীরবতার রঙ।

জল পড়ার শব্দ, হাওয়ার ছোঁয়া,

তাকেও সে তো কবিতায় আনে ঢঙ।

পুরো কবিতাটি পড়ুন


দিনমজুর বাবা

। সুস্মিতা দাস চৌধুরী ।

বাবা মানেই জীবন মধুময়,

আমাদের নেই যে কোনও ভয়।

বাবা হলো একটু স্বস্তির ছায়া,

যেখানে পাওয়া যায় অনেক মায়া।

 

               প্রার্থনা

                 । রাজন দাস ।

রাত্রি শেষে প্রভাত হলো,

  এলো সূর্যের আলো।

অজ্ঞানতা নাশ করো হে,

  দাও হে জ্ঞানের আলো।



শর্ত সাপেক্ষে হোল সেল রেট এ রঙ কিনতে যোগাযোগ করুন



বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

প্রতাপ : অনলাইন-২৩


    মনে পড়ে

    । সুস্মিতা দাস চৌধুরী ।

    আজ খুব করে পড়ছে মনে 

       চাঁদকে নিয়ে গল্প 

    করে ছিলাম তোমার সনে।

    আজ খুব করে পড়ছে মনে

    পুরো কবিতা পড়ুন ❤



           একটা জন্ম

           । নারায়ণ মোদক ।

গর্ভবতী বোরো ধানের শীষে 

চকচক কুয়াশার শিশির বিন্দু 

সুর্যের আলোয় হীরের দ্যুতি চারদিক 

কী ভীষণ আকুতি নির্দিষ্ট সময় ধরে 

 দীর্ঘ পথ পরিক্রমা। পাগলী মেয়েটা

ভেঙে পরা আলপথ ধরে ছুটে চলে যায়।

পুরো কবিতা পড়ুন ❤



পরের আঙ্গিনায় ছায়া

। সজল দাস ।

কাকের ঘরে কোকিল ডাকে, আঁধার রাতে স্বপ্ন বোনে,

অন্য ডালে বাসা বেঁধে, শাখায় শাখায় কান্না শোনে।

গর্ভে রেখেছো নীল অমরাবতী, জন্মদানের ক্ষণ কোথায়?

তোমার চোখে স্নেহের ছায়া, বুকের ভিতর তবু শূন্যতায়।

পুরো কবিতা পড়ুন ❤



       গ্রীষ্মের দুপুর

       । রঞ্জন কুমার বণিক ।

কাঠফাটা রোদ্দুর, তপ্ত দুপুর,

খাঁ খাঁ করা বুকচেরা মাঠ বিস্তৃত বহুদূর।

নিস্তব্ধ পাখি, হারিয়েছে কোকিল তার সুর,

একাকী শিশুটির আজ কিছুই যেন নয় মধুর।

একটু জিরোনোর আশায় উন্মুক্ত বাতায়ন,

কোথায় সমীরণ? ফাঁকা বুলি সবুজ বনায়ন।

পুরো কবিতা পড়ুন ❤



     চৈত্রকে বিদায়!

          । সুরজ শুক্লবৈদ্য ।

পশ্চিমের সূর্যকে দেখি অস্ত যেতে,

এ বছরের শেষ সূর্যাস্ত যেন

আমি প্রভাতে দেখিয়াছি,

প্রভাত এক সাক্ষী হয়ে রয়েছে সেই অন্তিম– 

সূর্যোদয়ের প্রতীক্ষায়।

পুরো কবিতা পড়ুন ❤

শুভ নববর্ষ ১৪৩২

আন্তরিক প্রীতি ও শুভেচ্ছাসহ 

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

প্রতাপ : অনলাইন-১২


       গাছ

 । সুস্মিতা দাস চৌধুরী ।

গাছ দেয় যে কত শীতল ছায়া, 
 কাটতে তবু হয় না কেন মায়া?

নিজেই নিজের করছি ধ্বংশ 
বাড়বেই তো কার্বনডাই অক্সাইডের বংশ!



  চাতক পাখি

  । প্রিয়তোষ শর্মা ।

  অনেকের মতো আমিও

  আসলে এক চাতক পাখি।

  চারিদিকে সমুদ্রময় জলরাশি

  অথচ তৃষ্ণার্থ প্রাণ।

          [পুরো কবিতা পড়ুন এখানে]



            অথৈ ইচ্ছে সাগর
                  । ছন্দা দাম ।
প্রতিটি প্রহরের এপারে ওপারে মেয়েটি....
গুলিয়ে ফেলে নিজেকে বাতাসের সাথে,
আকাশের সাথে, পাখিদের সাথে, মেঘেদের সাথে...!!

ভোরের আকাশ গালে লালিমা মাখতেই
মেয়েটা ছুটে যায় জানালায়...অপলক তাকিয়ে থাকে,
কাজের পাহাড় অনিহা করে দেয়ালে জগিং করতে থাকা চড়ুইটির সাথে খুনসুটি করে,
                                   [পুরো কবিতা পড়ুন এখানে]


      আলাদ্দীনের প্রদীপ

     । আব্দুল হালিম বড়ভূইয়া ।       

  মানুষের বেঁচে থাকার উৎস তুমি, আকাঙ্ক্ষা
  তোমার চক্রব্যূহে হাবুডুবু খায় এ শহর
  আলাদ্দীনের প্রদীপের মিটমিট আলোয়
  বেড়ে যায় তোমার কদর আরও সহস্রগুণ। 
  



                   শান্তির স্পর্শ 

                     । সুমঙ্গল দাস ।

বাচ্চা শিশু কচিকাঁচা, সহজ সরল তার মন

তার স্পর্শে পাবে তুমি, দেখ তাতেই ইষ্ট ধারণ।

খিলখিলিয়ে হাসবে শিশু, দুশ্চিন্তা হবে দূর

মন আনন্দে অন্তরমনে, খুলবে শান্তির দোর।

                                   [পুরো কবিতা পড়ুন এখানে]

সোমবার, ১ এপ্রিল, ২০২৪

প্রতাপ : অনলাইন-১


 শুরু হল প্রতাপ এর নতুন পথ চলা। ভিন্ন সময়, ভিন্ন বিষয়, যখন যা খুশি মনে হয়; সুযোগ হলেই পৌঁছে  যাব পাঠকের কাছে। আশা করি আমাদের এই উদ্যোগ সবার ভাল লাগবে এবং স্বেচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ইতি -
- শৈলেন দাস

 



উত্তরাধিকার  

ড. পিংকী পুরকায়স্থ চন্দ্রানী 

 

আমার চারাগাছটি, 

শুষ্কতার মধ্যেও খুঁজে নেয়

জল ভেজা গন্ধ

ভাটিয়ালী স্নিগ্ধতা।

 পুরো কবিতা পড়ুন ❤

 

যা চাইনি তা অনায়াসেই পেয়েছি  

সুলতা রানি দাস


যা চাইনি তা অনায়াসেই পেয়েছি 

যা চেয়েছি তা পাইনি,

না পাওয়ার দুঃখ ব্যথা 

সবই আজ ধুলিস্যাৎ, 

                                                                                        পড়ুন পুরো কবিতা ❤


ভালোবাসার রং 


অভিজিৎ চক্রবর্তী


 ভালোবাসার রং খেলা তো...

 ফুরিয়ে গেছে কবে!

 যখন ছিল না এই জন-পরিজন,

 রং এর  ই'উৎসবে।

 পুরো কবিতা পড়ুন ❤


আবীর দেওয়া  

বিষ্ণুপদ দাস


আমার এ মন দিলাম তোমায়

দাও গো তোমার মন,

চাই না আমি তোমার কাছে 

অন‍্য কোনো ধন।

পড়ুন পুরো কবিতা ❤


মা  

সুস্মিতা দাস চৌধুরী

মা সত্যি তুমি কত  আপন 
বোঝাতে পারবে না
আমার এই হাতের কলম।

মা তুমি কত ভালো
আমাকে দেখালে এই
 সুন্দর পৃথিবী র আলো।

 পড়ুন পুরো কবিতা ❤


এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...