- শৈলেন দাস
উত্তরাধিকার
ড. পিংকী পুরকায়স্থ চন্দ্রানী
আমার চারাগাছটি,
শুষ্কতার মধ্যেও খুঁজে নেয়
জল ভেজা গন্ধ
ভাটিয়ালী স্নিগ্ধতা।
যা চাইনি তা অনায়াসেই পেয়েছি
সুলতা রানি দাস
যা চাইনি তা অনায়াসেই পেয়েছি
যা চেয়েছি তা পাইনি,
না পাওয়ার দুঃখ ব্যথা
সবই আজ ধুলিস্যাৎ,
ভালোবাসার রং
অভিজিৎ চক্রবর্তী
ভালোবাসার রং খেলা তো...
ফুরিয়ে গেছে কবে!
যখন ছিল না এই জন-পরিজন,
রং এর ই'উৎসবে।
আবীর দেওয়া
বিষ্ণুপদ দাস
আমার এ মন দিলাম তোমায়
দাও গো তোমার মন,
চাই না আমি তোমার কাছে
অন্য কোনো ধন।
মা
সুস্মিতা দাস চৌধুরীমা সত্যি তুমি কত আপনবোঝাতে পারবে নাআমার এই হাতের কলম।মা তুমি কত ভালোআমাকে দেখালে এইসুন্দর পৃথিবী র আলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন