বাংলা সাহিত্য অনেক দূর এগিয়ে গেলেও আমরা শুরু করেছি আমাদের নিজস্ব অবস্থান থেকে। ভালো লাগলে উৎসাহ দেবেন অন্যথায় এড়িয়ে যাবেন। এই সংখ্যায় কেউ জীবনে প্রথমবারের মতো কলম ধরেছেন তো কেউ প্রতাপ এ প্রথম লিখেছেন।
সবাই শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের এই সামান্য প্রয়াসকে। - শৈলেন দাস
পথহারা পথিক। রাহুল দাস ।পথহারা পথিক আমিনেই কোনো ঠিকানা।উদ্দেশ্যে বিহীন পথেআমার অবাধ আনাগোনা।
আমার অতীতের রং ধূসর,
সমস্ত মলিনতার আস্তরণে বিবর্ণ, ফানসে।
আমার অতীতে কোনোদিন দোল উৎসব আসেনি,
কে জানে কখনও হয়তো বসন্ত এসে চলেও গেছে!
নববর্ষ, তুমি তখনই হর্ষ।
যখন দাও জ্ঞানের স্পর্শ।।
নববর্ষ, তুমি তখনই বিমর্ষ।
থাকে না যখন হৃদয়ের স্পর্শ।।
অনেক পুরনো স্মৃতি
আজ অবধি মনে পড়ে
হৃদয়ে বাজে
তোমার মধুর কন্ঠ -
পাখির মাঝরাত
। সুরজ শুক্লবৈদ্য ।কখন ডুবে গেল বেলা;
কিন্তু পাখির চিকির-মিকির,
অন্ধকারেও সেই শব্দধ্বনি,
ক্লান্ত শরীর গাছের আগায়
ভাল লাগলো। শুভেচ্ছা।
উত্তরমুছুনধন্যবাদ বিশ্বরাজ ।
মুছুন