সুরজ শুক্লবৈদ্য
কখন ডুবে গেল বেলা;
কিন্তু পাখির চিকির-মিকির,
অন্ধকারেও সেই শব্দধ্বনি,
ক্লান্ত শরীর গাছের আগায়
বসে আছে প্রতীক্ষায়
মাঝে মাঝে রকেট, এরোপ্লেন
আকাশপথে বাতি জ্বালায়;
সেই প্রহরে যেন লাগে সূর্যোদয় এই নিশায়
তৎক্ষণাৎ নিভে গেলো, নিয়ে গেলো সেই আশার আলো
অন্ধকার হয়ে গেলো কালোর চেয়ে আরো কালো।
নিশাভাগে কতো আসলো
হরেকরকম পাতানো ফাঁদ
কাটিয়ে উঠলো ওরা,
যখন ছিল হাতে হাত
আলয় যখন যায় গুড়িয়ে
হৃদয়খানি উঠে হাঁপিয়ে
স্থান ছাড়া হতে হয় তাদের
কতো কিছু হারিয়ে
'কোথায় গেল সঙ্গী যে ছিল!
কোথায় তাহার বসতি নিল!
কোথায় আবার উড়ছে পাখা মেলে,
কোথায় কাকে সঙ্গী বানালো!'
ভাবনা কেটে কি শুনা যায়,
অন্যদের গলার রব;
পূবের দিকে সূয্যিমামা দিচ্ছে সাড়া
ছড়াচ্ছে তাহার বৈভব।।
|| সম্পাদক : শৈলেন দাস || প্রকাশক : অদিতি দাস || ঠিকানা : নেতাজী লেন, সৎসঙ্গ আশ্রম রোড, শিলচর ||
পাখির মাঝরাত
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
সুমঙ্গল দাস শান্তির স্পর্শ । সুমঙ্গল দাস । বাচ্চা শিশু কচিকাঁচা, সহজ সরল তার মন তার স্পর্শে...
-
শৈলেন দাস । ভয় । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা আমার আত্মতৃপ্ত...
-
সুচরিতা দাস ঝাপসা প্রতিচ্ছবি । সুচরিতা দাস । সব আলোর পথ হারিয়ে যাচ্ছে কোন অতল অন্ধকারের অথৈ গহ্বরে, ভেকধারী ভালোবাসারা আজ নিস্প্রভ । ...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)
প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...
Badiya mere bhai
উত্তরমুছুনTnq mere bhai❤️
মুছুনBhari 😍
উত্তরমুছুনThank you🥰
মুছুনKhub valo
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনঅসাধারণ ভাই ❤️
উত্তরমুছুনNice😊
উত্তরমুছুনWow
উত্তরমুছুনExcellent one
উত্তরমুছুনBeautiful
উত্তরমুছুন