পাখির মাঝরাত


সুরজ শুক্লবৈদ্য


কখন ডুবে গেল বেলা;

কিন্তু পাখির চিকির-মিকির,

অন্ধকারেও সেই শব্দধ্বনি,

ক্লান্ত শরীর গাছের আগায়

বসে আছে প্রতীক্ষায়

মাঝে মাঝে রকেট, এরোপ্লেন

      আকাশপথে বাতি জ্বালায়;

সেই প্রহরে যেন লাগে সূর্যোদয় এই নিশায়

তৎক্ষণাৎ নিভে গেলো, নিয়ে গেলো সেই আশার আলো

অন্ধকার হয়ে গেলো কালোর চেয়ে আরো কালো।

নিশাভাগে কতো আসলো 

           হরেকরকম পাতানো ফাঁদ

কাটিয়ে উঠলো ওরা,

                  যখন ছিল হাতে হাত

আলয় যখন যায় গুড়িয়ে

            হৃদয়খানি উঠে হাঁপিয়ে

স্থান ছাড়া হতে হয় তাদের

             কতো কিছু হারিয়ে

'কোথায় গেল সঙ্গী যে ছিল!

কোথায় তাহার বসতি নিল!

কোথায় আবার উড়ছে পাখা মেলে,

কোথায় কাকে সঙ্গী বানালো!'

ভাবনা কেটে কি শুনা যায়,

অন্যদের গলার রব;

পূবের দিকে সূয্যিমামা দিচ্ছে সাড়া

ছড়াচ্ছে তাহার বৈভব।।

১১টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...