শনিবার, ২৮ জুন, ২০২৫

প্রতাপ : অনলাইন-২৮


    রোদেলা দুপুর

           । কুসুম কলিতা।

দুপুরের প্রখর রোদে জর্জরিত শরীর

একটু শীতল বাতাস চাই,

ঝিলিমিলি করে রবির তীব্র রোদে

কোনো ধরনের শান্তি নাই।

পুরো কবিতাটি পড়ুন



                বসন্তের সুর

                   । সদয় দাস ।

বসন্ত এলো হাসি ছড়িয়ে রঙিন ফুলের বনে,

কোকিল ডাকে মধুর সুরে, সুর বয়ে যায় মনে।

শিমুল-পলাশ রাঙিয়ে দিল আকাশ-ধরা পথ,

দক্ষিণ হাওয়া বয়ে আনে সৌরভ ভরা রথ।

পুরো কবিতাটি পড়ুন


‘বিধি’, এ কেমন খেলা?

। রাজিয়া পারভিন সিদ্দিকী চৌধুরী ।

‘বিধি’, এ তোমার কেমন নিয়ম?

যারা রক্তমাখা ঘামে নিজেকে উজাড় করে —

তাদের কপালেই কেন দুঃখ আর সব বোঝা কাঁধে?

যাদের হাতে কৃপণতা, হৃদয়ে নিষ্ঠুরতা

আর স্বার্থের চাহনি —

পুরো কবিতাটি পড়ুন



            স্বার্থপর

         । অপর্ণা কুমার ।

কিছু মানুষ আসে অল্প সময়ের জন্য

কিন্তু দুঃখ দিয়ে যায় দীর্ঘ সময়ের জন্য।

কেউ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায়,

আবার কেউ হাজারো নতুনের ভিড়ে

পুরাতনকে খুঁজে বেড়ায়।




কবিতা আমার প্রেমিক

        । মাম্পী দাস ।

কবিতা আমার সেই অনুভূতি,

যেখানে না বলা কথাগুলোও হয় বিবৃতি।

তাই কবিতাকে হৃদয় দিয়ে স্পর্শ করি আমি।

কবিতা আমার চিরদিনের সুখ-দুঃখের স্মৃতি।

পুরো কবিতাটি পড়ুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...