‘বিধি’, এ কেমন খেলা?

 [প্রতাপ : অনলাইন-২৮]

। রাজিয়া পারভিন সিদ্দিকী চৌধুরী ।

‘বিধি’, এ তোমার কেমন নিয়ম?

যারা রক্তমাখা ঘামে নিজেকে উজাড় করে —

তাদের কপালেই কেন দুঃখ আর সব বোঝা কাঁধে?


যাদের হাতে কৃপণতা, হৃদয়ে নিষ্ঠুরতা

আর স্বার্থের চাহনি —

দিনশেষে তারাই সুখী, সমাজের প্রতিযশা কল্যাণেশ্বরী।

যারা পায়ে কাঁটা ফুটায়, তাদের গলায় শুধু দোষেরই মালা।


যুগ যুগ ধরে আসছে বাণী,

ভালোবাসা নিঃস্বার্থ — সকলেই মানি।

তবুও কেন ভালোবাসলে নিতে হয়

সব দায়, অপমান আর গ্লানি?


যারা নিঃশব্দে দেয় সবকিছু ছেড়ে,

চোখের কোণে জল তাদেরই জমে।

সংসারের ভার বহন শুধু কি তাদের প্রাপ্য —

যাদের বিবেক, প্রেম, মানবতা কাজ করে?


এই নিয়মের নেই কি কোনও পরিবর্তন?

স্বার্থপরতা চলবে এমনি অপরিবর্তিত —

‘বিধি’, তোমার কি এই অমোঘ নিয়ম?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...