।। অশোকানন্দ রায়বর্ধন।।
সূর্য আঁধারে ঢাকে আবার আলো ছড়ায়।
আলো আঁধারি তার অনিবার্য দিনপঞ্জী ।
আলোর সড়কপথে চলতে চাই
তাই ভালোবাসি আলোকে ।
যেখানে সেখানে হাত প্রসারিত করলে
কাটা যেতে পারে প্রণয়মুখী হাত
হাত ধরব তো সহযোদ্ধার
চাঁদতারা আজও আকাশে ওঠে
কিন্তু তারা মিশুকে নয়। কথা বলেনা।
অলক্ষ্যে কেউ শাসায় কিনা তাও জানিনা।
একঝাঁক উদার তারা আর প্রেমময় চাঁদ
দাওনা আকাশে হে গোবিন্দ
আমি ডুবে মরি রাইয়ের সাথে।।