![]() |
অভিজিৎ দাস |
মরীচিকা। অভিজিৎ দাস ।এই জীবন নামক গোলকধাঁধায়পাচ্ছি না খুঁজে দিশা!দিশার খোঁজে ছুটতে গিয়েমরীচিকায় খাচ্ছি ধোঁকা![ পুরো কবিতাটি পড়ুন ] ❤
। সোমদত্তা দাস ।
আজও অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছে তারা। প্রায় ১২টা নাগাদ। না, বাড়িতে কেউ নেই। সে একা। ব্রেকফাস্ট আজও কামাই। ব্রাশ করে ঝটপট তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পরে সে। আজকের দিনটা বাড়িতে বসে হৈচৈ দেখে কাটাতে রাজি নয় সে। কাজের চাপে বই পড়ার অভ্যেসটা প্রায় ছুটেই গেছে, এখন এন্টাড়টেইনমেন্ট মানেই web series [ পুরো গল্পটি পড়ুন ] ❤
![]() |
রুমা দাস |
সময়ের স্রোত
। রুমা দাস ।
সময় চলে যায় নীরবে,
স্মৃতির পাতায় আঁকা রবে।
যেখানে ছিলাম একদিন,
সেই পথ খোঁজে মন আবেশে।
[ পুরো কবিতাটি পড়ুন ] ❤
![]() |
সৃষ্টি মজুমদার |
। সৃষ্টি মজুমদার ।
থাকি আমি পিসির বাড়ি
মায়ের সাথে দিচ্ছি আড়ি,
পিসি পড়ায় পিসি খাওয়ায়
আনন্দে আমার দিন যে যায়,
বড় হয়ে সখ পুলিশ হবো
চোর বদমাশ সবাইকে ধরবো,
[ পুরো কবিতাটি পড়ুন ] ❤
![]() |
চাঁদনী দাস |
আমার তুমি
। চাঁদনী দাস ।
আমার হবে সেই তুমি-
যে থাকবে অনতিদূরে,
আপন মনের মণিকোঠায় রাখবে আমায় আগলে।
সময়ের দ্বিধা-দ্বন্দ্বেও চেনা হাতটা চেপে বলবে-
ভয় করো না আমি তো রইলাম।
[ পুরো কবিতাটি পড়ুন ] ❤