![]() |
![]() |
। সুমন দাস ।
আমার গ্রাম, এখনো সকালে ঘুম ভাঙে কাক ডাকার শব্দে,
পুকুরপাড়ে ঝাঁপিয়ে নামে রোদ, গাছে উঠে শিশুরা হাসে।
মাঠের বুক চিরে হেঁটে যায় একটা সরু পথ,
যেন কারো চুলের বেণী...বাঁধা স্মৃতির ফিতেতে।
দাদুর ঘরের পাশে আম গাছটা এখনো আছে,
তার ছায়ায় কত দুপুর কেটে গেছে..... সম্পূর্ণ কবিতাটি পড়ুন
![]() |
। রুমা দাস ।
নিভৃত নীলাকাশের ওপারে
এক চিরচেতনা বসত করে—
তিনি নন শুধু ঈশ্বর,
তিনি সাক্ষী—
সমগ্র সৃষ্টির নীরব পর্যবেক্ষক।
সম্পূর্ণ কবিতাটি পড়ুন![]() |
কিছু কথা শুনলে মনের কষ্ট শুধু পালায়,
কিছু কথা যায়না ভুলা আগুন হয়ে জ্বালায়।
কিছু কথায় মনটা খারাপ অবসাদে থাকা,
কিছু কথায় শক্তি পাওয়া স্বপ্ন ধরে রাখা।
মনের মাঝে তুমি। চাঁদনী দাস ।
তুমি আমার মনের গহনে,
সুপ্ত সোনালী বাসনা।
তোমায় নিয়ে প্রতিনিয়ত,
লিখি রামধনুর কল্পনা।
তুমি ছিলে বলে প্রেম ছিল,
ভালোবাসার পরশে রঙীন। সম্পূর্ণ কবিতাটি পড়ুন