সময়ের স্রোত

রুমা দাস
[ প্রতাপ : অনলাইন-২০ ]

   । রুমা দাস ।

সময় চলে যায় নীরবে,

স্মৃতির পাতায় আঁকা রবে।

যেখানে ছিলাম একদিন,

সেই পথ খোঁজে মন আবেশে।


সোনালি রোদ, বিকেলের ছায়া,

শিশির ভেজা স্মৃতির মায়া।

ধরা দিতে চাইলেও সে,

অদৃশ্য হয় ঝরা পাতার বেশে।


তবু আশা রয় অবিরত,

নতুন গল্প, নতুন পথ।

ফিরবে না যা, তা না হয় থাক,

আগামীর আলো ডাকছে ডাক!

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...