![]() |
রুমা দাস |
। রুমা দাস ।
সময় চলে যায় নীরবে,
স্মৃতির পাতায় আঁকা রবে।
যেখানে ছিলাম একদিন,
সেই পথ খোঁজে মন আবেশে।
সোনালি রোদ, বিকেলের ছায়া,
শিশির ভেজা স্মৃতির মায়া।
ধরা দিতে চাইলেও সে,
অদৃশ্য হয় ঝরা পাতার বেশে।
তবু আশা রয় অবিরত,
নতুন গল্প, নতুন পথ।
ফিরবে না যা, তা না হয় থাক,
আগামীর আলো ডাকছে ডাক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন