সুকান্ত দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুকান্ত দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

সে রয়ে গেছে

[ প্রতাপ : নবম সংখ্যা ] 


। সুকান্ত দাস ।


জানি কবেই চলে গেছে সে

মেঠো রাস্তার পথিকের মত

তবুও সে রয়ে গেছে দু চোখের পলকে,

যার স্বপ্ন দিয়ে যায় শত।


সাগরের ঢেউয়ের মতো

অভিনেতা চঞ্চল হৃদয়,

শুকনো বালিয়াড়ি স্তুপে

এক দৃষ্টিতে চেয়ে রয়

মনে কত প্রশ্ন আসে

তবে কি সে নয়?


স্মৃতিগুলো আজও জীবিত রয়েছে,

মনের ডায়েরীর পাতায়

সে আজও রয়ে গেছে

ভগ্ন হৃদয়ের ব্যথায়।।

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...