বুল্টি দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুল্টি দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

বুল্টি দাস -এর দুটি কবিতা



শরৎ রানী


শরতের শারদ প্রভাতে

       শিশির ও আকাশে

কত সুর ভেসে আসে

       আগমনীর গানে।

শিউলি তলায় যেমন

       ময়ূরেরা পেখম তুলে

তেমনি আমার শরৎ রানী

       নৃত্য করে কাশবনে।

শুকনো পাতারা আবার

        শিশিরে ভিজে

মেঘের আলপনায় আবার

       প্রেমেরা জাগে।

বছর পরে কত কবিতারা

      ছন্দে ছন্দে মিলে

আর লাবণ্যময়ী শরৎ রানী

      সাজে নব রূপে।




    দুর্গা


ঘরে ঘরে দুর্গা আছে
সেই দুর্গাকে কজন খুঁজে?

লালসা যে দুর্গাকে রোজ খুঁজে
অসুর ছাড়া কি তখন কেউ পাশে থাকে?

দুর্গা যখন পাগলীরূপে
পরে থাকে রাস্তার পাশে।

পাগলী দুর্গার পূজা তখন কজন করে
সময়ের সুযোগ বুঝে অসুররাই তো ঝাপিয়ে পরে।

দুর্গা কখনও মাতৃরূপে,ভগিনীরূপে,স্ত্রীরূপে
কখনও আবার প্রেমিকারূপে।

পৃথিবীর সব নারীর মাঝেই যে দুর্গা আছে
সেই দুর্গাকেও তো সবার খুঁজতে হবে।


এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...