প্রত্যেক কবিই যেমন তাঁর সর্ব শক্তি প্রয়োগ করে একটি কবিতাকে পুর্ণতা প্রদান করেন ঠিক তেমনই একজন সম্পাদকও তার পত্রিকার প্রতিটি সংখ্যাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে যারপরনাই চেষ্টা করে। কবি ও সম্পাদক উভয়েই তৃপ্তি লাভ করে যখন পাঠকের কাছে তা সমাদৃত হয়।
- শৈলেন দাস
। শতদল আচার্য ।
আমি এক বাংলাদেশী
হ্যাঁ আমি বাংলাদেশী
গল্পটা যারা জানে না
তারা কেবল এই কথাই বলে
শনবিল ও কৈবর্ত জাতি
। অধীর দাস ।
শনবিলে জন্ম আমার পূর্ব পারে বসতি
অধিকাংশ লোক আমরা কৈবর্ত জনজাতি।
কাজ কর্মে সুবিধা নেই, মৎস্য চাষ করি
তাই নাকি সবাই বলে, কৈবর্ত নীচু জাতি।
বেলা হারায়
। তানিয়া দাস ।
আকাশেতে লক্ষ তারা
তারই মাঝে চন্দ্রতারা
অন্ধকারে দেখায় সে
দিনের আলো গভীরে
। শৈলেন দাস ।
এখনও শীতের প্রকোপ বাড়েনি তেমন
শহরজুড়ে নেমে আসেনি ঘন কুয়াশা
তবুও তোমার সুঠাম শরীরের উষ্ণতা
ক্রমশ কমে কমে হঠাৎ
শুষে নিল নিমেষে চূড়ান্ত শীতলতা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন