আমি এক পরিব্রাজক বাংলাদেশী


 । শতদল আচার্য । 

 

আমি এক বাংলাদেশী
হ্যাঁ আমি বাংলাদেশী
গল্পটা যারা জানে না 
তারা কেবল এই কথাই বলে
গভীর রাতে দেশ থেকে ছিটকে যাওয়া এক জাতি।

 

সেদিন তোমরা ভেবেছো আমার কথা, আমাদের কথা।
আমার পিতৃপুরুষের বাড়ি জায়গা চাষের জমি
পুকুর ঘাট মেয়েদের ইজ্জত লুটে,
আমাদের গলির চারমাথায় মন্দিরের মূর্তিটাও। 
ভাঙা মূর্তি আগেও ছিল, এখনোও আছে।
 
এ গল্প ভুলে যাও।
আরো আরো অনেক অন্য গল্প আছে।
নিজের তৈরি ফুল বাগান, পুকুর, ঘর 

তুমি কি পারবে?
এখন এ দেশ ছেড়ে চলে যেতে
অখণ্ড ভারতে 
এখান থেকে ওখানে আসা, কি এমন আর কথা

এখন সাজিয়ে নিচ্ছ
ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প 
চার পাঁচ দশক চলে যাওয়ার পরেও 
এখনো স্বদেশী হতে পারেনি।
এই আলো হাওয়ায় বড় হওয়া মানুষ
শুধু যা বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

আমি  বাংলাদেশী
শুনতে পাচ্ছ 
আমি বাংলায় গান গাই।

তোমরাই বা, কদিন আগে এই  মাঠে ঘাটে এলে
পৃথিবী জুড়ে তো সবাই পরিব্রাজক
শুধু আগে আর পরের খেলা
এ প্রান্ত থেকে অন্য প্রান্তে আসা।
এসব বুঝেও না বোঝে  যারা
তাদেরকে বলি, আমি বাংলাদেশী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...