। শতদল আচার্য ।
আমি এক বাংলাদেশীহ্যাঁ আমি বাংলাদেশীগল্পটা যারা জানে নাতারা কেবল এই কথাই বলেগভীর রাতে দেশ থেকে ছিটকে যাওয়া এক জাতি।
সেদিন তোমরা ভেবেছো আমার কথা, আমাদের কথা।আমার পিতৃপুরুষের বাড়ি জায়গা চাষের জমিপুকুর ঘাট মেয়েদের ইজ্জত লুটে,আমাদের গলির চারমাথায় মন্দিরের মূর্তিটাও।ভাঙা মূর্তি আগেও ছিল, এখনোও আছে।এ গল্প ভুলে যাও।আরো আরো অনেক অন্য গল্প আছে।নিজের তৈরি ফুল বাগান, পুকুর, ঘরতুমি কি পারবে?এখন এ দেশ ছেড়ে চলে যেতেঅখণ্ড ভারতেএখান থেকে ওখানে আসা, কি এমন আর কথাএখন সাজিয়ে নিচ্ছডি ভোটার, ডিটেনশন ক্যাম্পচার পাঁচ দশক চলে যাওয়ার পরেওএখনো স্বদেশী হতে পারেনি।এই আলো হাওয়ায় বড় হওয়া মানুষশুধু যা বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।আমি বাংলাদেশীশুনতে পাচ্ছআমি বাংলায় গান গাই।তোমরাই বা, কদিন আগে এই মাঠে ঘাটে এলেপৃথিবী জুড়ে তো সবাই পরিব্রাজকশুধু আগে আর পরের খেলাএ প্রান্ত থেকে অন্য প্রান্তে আসা।এসব বুঝেও না বোঝে যারাতাদেরকে বলি, আমি বাংলাদেশী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন