ভাসমান আর্তি


। নবীনকিশোর রায় ।

 

কোলাহল থেমে গেলে 
আলগা হতে থাকে
নীরব ভাঙনের সেতুর জোড়।

 

সময়ান্তরে সরে পড়ে---
উভয় তীরে উন্মুখ জনতা, 
ভাসমান আর্তি, 
জনছন্দ ভীড়।

 

কঙ্কাল সর্বস্ব দেহ নিয়ে
ক্ষুধা কাতর হাহাকার
পিছু ছাড়ে না! 

 

দীর্ঘ বঞ্চিত গৃহকোণ
উত্তর খোঁজে,
রাজ দরবার থেকে
দূরবর্তী জনপদে... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...