সুশান্ত স্মরণে

। শৈলেন দাস ।

 

এখনও শীতের প্রকোপ বাড়েনি তেমন
শহরজুড়ে নেমে আসেনি ঘন কুয়াশা
তবুও তোমার সুঠাম শরীরের উষ্ণতা
ক্রমশ কমে কমে হঠাৎ
শুষে নিল নিমেষে চূড়ান্ত শীতলতা!

 

তুমি এইভাবে নীরবে চলে যাওয়ায়
কত কথার মুখরতা স্তব্ধ হল আজ
শোকাতুর হল যত সব প্রিয় শব্দেরা
অসমাপ্ত, অর্ধ সমাপ্ত কবিতারা একত্রে
কেঁদে উঠল ভেঙে শ্মশানের নিস্তব্ধতা।

 

সতীর্থ সব কবিরা কান্না লুকিয়ে বুকে
বাকহীন, ব্যাথাতুর, মলিন মুখে
নির্মেঘ আকাশের দিকে তাকিয়ে দেখে
অমলীন মুখ তোমার ভেসে উঠে হেসে
অস্পষ্ট উচ্চারণে রচিত হয় নতুন কবিতা।
কান্না নয়, শুধু কবিতায়
কবির শহর কবিকে বিদায় জানায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...