বেলা হারায়


   । তানিয়া দাস । 

 

আকাশেতে লক্ষ তারা
    তারই মাঝে চন্দ্রতারা 
অন্ধকারে দেখায় সে
    দিনের আলো গভীরে
কখনো সে ফুরিয়ে যায় না
         এই পৃথিবীতে।
      
   চলে গেলো দিন 
       ভয়ে গেলো রাত,
তারই মাঝে রয়ে গেলো অনেক অনুপাত
     অনেক কিছু ভাবার পরও 
  বুঝতে পারি না কিছু
     যখন বুঝার সময় আসবে
 চলে যাবে অনেক কিছু।
 কত মানুষ কত জীবন
    কাটছে কত রকম
কেউই বুঝতে পারে না তখন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...