বেলা হারায়


   । তানিয়া দাস । 

 

আকাশেতে লক্ষ তারা
    তারই মাঝে চন্দ্রতারা 
অন্ধকারে দেখায় সে
    দিনের আলো গভীরে
কখনো সে ফুরিয়ে যায় না
         এই পৃথিবীতে।
      
   চলে গেলো দিন 
       ভয়ে গেলো রাত,
তারই মাঝে রয়ে গেলো অনেক অনুপাত
     অনেক কিছু ভাবার পরও 
  বুঝতে পারি না কিছু
     যখন বুঝার সময় আসবে
 চলে যাবে অনেক কিছু।
 কত মানুষ কত জীবন
    কাটছে কত রকম
কেউই বুঝতে পারে না তখন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ  :  শুভজিৎ   পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ...