শনবিল ও কৈবর্ত জাতি


। অধীর দাস ।

শনবিলে জন্ম আমার পূর্ব পারে বসতি
অধিকাংশ লোক আমরা কৈবর্ত জনজাতি।

কাজ কর্মে সুবিধা নেই, মৎস্য চাষ করি
তাই নাকি সবাই বলে, কৈবর্ত নীচু জাতি।

ধর্মে কর্মে আমরা সবাই এক সাথে থাকি
বিপদে আপদে আমরা সবাই হাতে হাত রাখি।

কৈবর্ত লোকজন কখন সত্য পথ না ছাড়ে
কৈবর্ত মানুষ অন্যের, বিপদ নিজের মনে করে।

জাতি ভেদাভেদ না করে, সবাই শান্তিতে আছে
কৈবর্ত আছে বলে, শনবিল এখনও রয়েছে বেঁচে।

শনবিলের মৎস্য চাষির ঘরে বৈজ্ঞানিকও আছে
পড়ালেখা পিছিয়ে নেই, ছেলে মেয়ে লন্ডনে গেছে।

শনবিলের মাছগুলো সবার থেকে সেরা
মাছের মধ্যে রয়েছে, কৈবর্তদের ভালোবাসা ভরা।

কৈবর্ত মানুষ জ্যেষ্ঠ, গুরুজনকে সম্মান দিয়ে কথা বলে
মহিলারা মাথা নিঁচু করে ঘুমটা মাথায় টানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

এগিয়ে চলো পাশে আছে অগণিত কলম

। চান্দ্রেয়ী দেব ।     ঘুম ভাঙতেই জানালার পর্দা সরাতেই চোখে দাগ কাটে পরিষ্কার আকাশে ঝকঝকে নীল রং ছড়ানো। স্নিগ্ধ হাওয়ার পরশে প্রাণ ফিরে পা...