মনের মাঝে তুমি

  প্রতাপ : অনলাইন-২৪ ]

চাঁদনী দাস

। চাঁদনী দাস ।

তুমি আমার মনের গহনে,

        সুপ্ত সোনালী বাসনা।

তোমায় নিয়ে প্রতিনিয়ত,       

        লিখি রামধনুর কল্পনা।

তুমি ছিলে বলে প্রেম ছিল,          

   ভালোবাসার পরশে রঙীন।

মনের মাঝে তুমিই রইবে,

     আমার অনুভূতি।

তোমায় ভেবে রাত পোহালো,

          দিন সবই কল্পনা।

তুমিই আমার প্রাণের প্রিয়,

       তুমিই আমার সাধনা।

ফেলে আসা দিনেতে তুমি,

      রইবে প্রাণের স্পন্দনে।

তুমি আছো, ছিলে, থাকবে,

         আমার জীবন বন্ধনে।

দিন চলে যায় আপন গতিতে,

      কিছুই যে থামে না......

তবু মনে পড়ে তোমার আমার

       হাতে হাত রাখা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : অনলাইন-২৯

  এই সময়টা আমার নয়           । শৈলেন দাস । এই সময়টা আমার নয় মেঘে বাদলে জুটি কালবৈশাখী ঝড়ে তছনছ সেই ঘর যেখানে আমি থাকি। পুরো কবিতাটি পড়ু...