![]() |
সুমন দাস |
। সুমন দাস ।
আমার গ্রাম, এখনো সকালে ঘুম ভাঙে কাক ডাকার শব্দে,
পুকুরপাড়ে ঝাঁপিয়ে নামে রোদ, গাছে উঠে শিশুরা হাসে।
মাঠের বুক চিরে হেঁটে যায় একটা সরু পথ,
যেন কারো চুলের বেণী...বাঁধা স্মৃতির ফিতেতে।
দাদুর ঘরের পাশে আম গাছটা এখনো আছে,
তার ছায়ায় কত দুপুর কেটে গেছে.....
কুয়োর জল, পাখার বাতাস, আর দাদির গল্পে ঢাকা।
মাটির ঘরে দুধের গন্ধ, ধানের চালায় সন্ধ্যার আলো,
মাটির দেয়ালে আঁকা থাকে কত রূপকথা।
পূর্ণিমা রাতে নদীর পাড়ে বসে থাকা
ছিল সবার কাছে একটা উৎসব,
চাঁদ তখন আমাদের একমাত্র ল্যাম্পপোস্ট,
আর জোনাকি ছিল গ্রাম্য ফেয়ারিলাইট।
এখনো ভেবে দেখি....
শহরের দালান, কাঁচের আলো,
কিছুই আমার সেই গ্রাম ছুঁতে পারে না।
কারণ আমার গ্রাম কেবল একটা জায়গা নয়....
ওটা আমার শিকড়, আমার বুকের ঘর,
আমার হারিয়ে যাওয়া দিনের ঠিকানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন