![]() |
অভিজিৎ দাস |
এই জীবন নামক গোলকধাঁধায়
পাচ্ছি না খুঁজে দিশা!
দিশার খোঁজে ছুটতে গিয়ে
মরীচিকায় খাচ্ছি ধোঁকা!
জানছি বুঝছি তবুও আমি
ছুটছি তারই পিছে,
মরুর বুকে ফোয়ারা মিলবে
এই নানান অজুহাতে!
দিশার খোঁজে অদৃষ্টার লক্ষ্যে
জমাতে চাইছি পাড়ি!
জানিনা কোথায় থামবে এই
জীবন নামক তরী!
সত্যি হবেনা জেনেও আমি
স্বপ্ন দেখতে রাজি!
বিষাদ সাগরে ভাসবে না জানি
রঙ্গিন পালের তরী!
মাঝে মাঝে খুব অবাক লাগে
নিজেই নিজের কাছে!
নিজের সুখের জন্যই আমি
ব্যবহার করছি নিজের কল্পনাকে!
হয়তো আমার বাস্তবমাঝে
ঠাঁই নাইকো তার!
তবুও সে থাকবে মিশে
আমার পুরো গল্পটায়!
থাকনা কিছু অপূর্ণ সাধ,
সাথে থাকুক কিছু গল্প!
সবটা পেয়ে গেলে যে আমি
আফসোস করতে হব ব্যর্থ!
একাকিত্বের এই শহরে আমার
আনন্দ খুঁজতে মানা!
শূণ্যের শূণ্যতায় শূণ্যস্থান শূণ্যই পড়ে রয়
এটা নয়কো কারো অজানা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন