কথা নানা ধরণের

 প্রতাপ : অনলাইন-২৪ ]

এম রিয়াজুল আজহার লস্কর

 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।। 


কিছু কথা শুনলে মনের কষ্ট শুধু পালায়,

কিছু কথা যায়না ভুলা আগুন হয়ে জ্বালায়।

কিছু কথায় মনটা খারাপ অবসাদে থাকা,

কিছু কথায় শক্তি পাওয়া স্বপ্ন ধরে রাখা।


কিছু কথায় বনের পশু পোষে যাচ্ছে নরে,

কিছু কথায় মানুষ বাঁচে, কিছু কথায় মরে।

কিছু কথা মিষ্টি মধুর মানুষ কাছে টানল,

কিছু কথা খাল যে কেটে কুমির ঘরে আনল।


কিছু কথা খুব সাজানো মশলা নুনে ভরা,

কিছু কথা সুরেই বাঁধা মনটা আকুল করা।

কিছু কথায় ঝগড়া বাঁধে থানার মধ্যে মামলা,

কিছু কথা যায়না বুঝা সরল মনে হামলা।


ভালো কথা মন্দ কথা, কথা নানা ধরণের,

হরেক কথা বলে যখন বেলা আসে মরণের,

কেউ বলে না কথা তখন অন্য জগৎ দেখে।

এই পৃথিবী ছাড়ে মানুষ কথা খানিক রেখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...