![]() |
রুমা দাস |
। রুমা দাস ।
নিভৃত নীলাকাশের ওপারে
এক চিরচেতনা বসত করে—
তিনি নন শুধু ঈশ্বর,
তিনি সাক্ষী—
সমগ্র সৃষ্টির নীরব পর্যবেক্ষক।
না আছে তাঁর হাতে ক্যালেন্ডার,
না কোনো ঘড়ি—
তবু তিনি জানেন
কোন মুহূর্তে কোন হৃদয়ে
জন্মায় পাপ, আর কখন ঝরে পূণ্য।
দু’চোখ তাঁর—
যেন দুনিয়ার অদৃশ্য সিসিটিভি,
যেখানে ধরা পড়ে
প্রতিটি দৃষ্টি, প্রতিটি দহন,
প্রতিটি নিরব অভিশাপ।
লোকালয়ে যে মুখোশ পরে মানুষ,
তা ফুরোয় না চেনার খেলায়—
তবুও, তিনিই জানেন
কে আসল, আর কে ছায়া।
তাঁর নীরবতা কখনো সম্মতি নয়,
তা এক প্রতীক্ষা—
যেন সময় নিজেই ফাঁস করে দেয়
অন্তরের অব্যক্ত সত্য।
যে নির্জনে সততা আঁকড়ে বাঁচে,
যার হৃদয় ভরে থাকে আলোয়—
সে নিশ্চিত থাকুক,
কারণ চোখজোড়া ঈশ্বরের
কখনো কিছুই অদৃশ্য রাখে না।
অসাধারণ কল্পনা এবং সাহিত্য জ্ঞান ।
উত্তরমুছুনপ্রশংসার ছোঁয়ায় মনে অনুপ্রেরণা— আন্তরিক ধন্যবাদ 🥰
মুছুন