![]() |
অপর্ণা কুমার |
। অপর্ণা কুমার ।
কিছু মানুষ আসে অল্প সময়ের জন্য
কিন্তু দুঃখ দিয়ে যায় দীর্ঘ সময়ের জন্য।
কেউ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায়,
আবার কেউ হাজারো নতুনের ভিড়ে
পুরাতনকে খুঁজে বেড়ায়।
মানুষ বড়ই স্বার্থপর—
সবাই শুধু নিজের স্বার্থটাই খুঁজে,
আপনার সুখের সময় পাশে থাকবে,
কিন্তু আপনার দুঃখের সময়
কেউই থাকবে না পাশে।
কিছু মানুষ এতটাই স্বার্থপর যে
প্রয়োজন মিটে গেলে তাকাবেও না ফিরে,
তারা বোঝে শুধু নিজের স্বার্থই।
এই স্বার্থপর পৃথিবীতে—
মানুষ কতই না করে অভিনয়,
কে আপন, কে পর— বোঝা কঠিন হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন