![]() |
মাম্পী দাস |
। মাম্পী দাস ।
কবিতা আমার সেই অনুভূতি,
যেখানে না বলা কথাগুলোও হয় বিবৃতি।
তাই কবিতাকে হৃদয় দিয়ে স্পর্শ করি আমি।
কবিতা আমার চিরদিনের সুখ-দুঃখের স্মৃতি।
কবিতা তুমি কাছে এসো গো।
আমায় উজাড় করে সমস্ত কিছু কেড়ে নাও।
যদি তুমি হও কেবলমাত্র এক বিন্দু,
আমি কিন্তু সেই বিন্দু স্পর্শ করে দর্শন করবো সিন্ধু।
কবিতা, তোমার চক্ষু সমুদ্রে ডুব দেবো ডুবুরি হয়ে।
কুড়িয়ে আনবো কিছু মানিক।
তুমি কি থাকবে চিরকাল আমার হয়ে?
তুমি যে সর্বস্ব আমার, তুমিই আমার প্রেমিক।
কবিতা তুমি এসো গো কাছে।
তোমার সমস্ত কিছু থাক না পাছে।
মুষলধারার বৃষ্টির মতো ভিজিয়ে দাও আমায়।
তোমার প্রেমে ব্যাকুল আমি, দেখে যাও আমায়।
কবিতা, তোমার বুকে খনন করে পেয়েছি আমার সর্ব সুখ।
তোমার পদতল স্পর্শ করে দেখেছি আমি পৃথিবীর মুখ।
খুব সুন্দর হয়েছে
উত্তরমুছুন