কবিতা আমার প্রেমিক

মাম্পী দাস
 [প্রতাপ : অনলাইন-২৮]

    । মাম্পী দাস ।

কবিতা আমার সেই অনুভূতি,

যেখানে না বলা কথাগুলোও হয় বিবৃতি।

তাই কবিতাকে হৃদয় দিয়ে স্পর্শ করি আমি।

কবিতা আমার চিরদিনের সুখ-দুঃখের স্মৃতি।


কবিতা তুমি কাছে এসো গো।

আমায় উজাড় করে সমস্ত কিছু কেড়ে নাও।

যদি তুমি হও কেবলমাত্র এক বিন্দু,

আমি কিন্তু সেই বিন্দু স্পর্শ করে দর্শন করবো সিন্ধু।


কবিতা, তোমার চক্ষু সমুদ্রে ডুব দেবো ডুবুরি হয়ে।

কুড়িয়ে আনবো কিছু মানিক।

তুমি কি থাকবে চিরকাল আমার হয়ে?

তুমি যে সর্বস্ব আমার, তুমিই আমার প্রেমিক।


কবিতা তুমি এসো গো কাছে।

তোমার সমস্ত কিছু থাক না পাছে।

মুষলধারার বৃষ্টির মতো ভিজিয়ে দাও আমায়।

তোমার প্রেমে ব্যাকুল আমি, দেখে যাও আমায়।


কবিতা, তোমার বুকে খনন করে পেয়েছি আমার সর্ব সুখ।

তোমার পদতল স্পর্শ করে দেখেছি আমি পৃথিবীর মুখ।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ : ১৭তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩১)

প্রচ্ছদ : শুভজিৎ পাল সম্পাদকীয় ......... বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব , দুর্গাপূজা। এই সময়টিতে বাঙালির প্রাণের মিলন , সংস্কৃতি আর ঐতিহ্যের...